মাহনুদুল হাসান
বিশেষ প্রতিনিধি
ভারতের ক্ষমতাশীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল মহানবী মুহাম্মদ সা. ও হযরত আয়েশা রা. কে নিয়ে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে কিশোরগঞ্জে তরুন আলেম প্রজন্মের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানবন্ধনে বক্তারা নিন্দা প্রকাশ ও সরকারের কাছে নিজেদের দাবি তুলে ধরেন৷
১.অতি শীঘ্রই রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে নিযুক্ত ইন্ডিয়ান রাষ্ট্রদূত কে ডেকে এনে প্রতিবাদ জানাতে হবে।
২. জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনতে হবে।
৩. জাতীয় সংসদে আইন পাস করে সকল ধর্মের মর্যাদা রক্ষা করতে হবে।
৪.স্কুল-কলেজ সহ সকল প্রকার শিক্ষা পাঠ্যসূচিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কে অন্তর্ভুক্ত করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা ইমাম উলামা পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ উল্লাহ জামী,সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইলিয়াস আমিনী,জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ আল হাসান, প্রশিক্ষণ সম্পাদকমাওলানা আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ এরশাদুল হক, ঐতিহাসিক শহীদি মসজিদের ইমাম মাওলানা আনজার শাহ তানিম, মাওলানা তানভীর শাহ,আল জামিয়াতুল ইমদাদিয়ার মুদাররিস মাওলানা আহমদ উল্লাহ,মাওলানা আবুল কাশেমমাওলানা সিরাজুল হুদা,মাওলানা ইলিয়াস কাসেমী,জামিআ আবু বকর সিদ্দীক এর ভাইস প্রিন্সিপাল মুফতি আব্দুল্লাহ সাদেক প্রমুখ। এছাড়াও কিশোরগঞ্জের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।
-কেএল