রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

সীতাকুণ্ড ট্রাজেডিতে ক্ষতিগ্রস্থদের পাশে প্রবাসী সমাজকল্যাণ সমিতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকরামুল হক | চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে অগ্নিদগ্ধ অবস্থায় আহদ হয়ে চিকিৎসাধীন রোগীদের পাশে দাড়িয়েছেন উত্তর মুরাদাবাদ প্রবাসী সমাজকল্যাণ সমিতি। বিস্ফোরণ কাণ্ডের ২য় দিনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে গতকাল বেলা ১২ঘটিকায় সমিতির একটি টিম উপস্থিত হয়ে দায়িত্বরত সেনাবাহিনী, পুলিশ ও আনসারের সাথে আলাপ নগদ অর্থ ও খাবার বিতরণ করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের বিভিন্ন ওয়ার্ড প্রদর্শন করে সমিতির প্রতিনিধিদল বিতরণ কার্য্য সম্পন্ন করে শোকসন্তুপ্ত পরিবারের জন্য দোয়া করেন। এসময় জাতীয় বিশ্ববিদ্যালয় (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, পটিয়া সরকারি কলেজের একটি টিম) পড়ুয়া শিক্ষার্থী প্রবাসী সমিতির বিতরণ কার্য্যে সহযোগিতা করেন।

সমিতির সভাপতি মাওলানা আবুল কাশেম আওয়ার ইসলামকে বলেন, সীতাকুণ্ড বিস্ফোরণ কাণ্ডে মৃতদের আত্মার ও আহতদের আশু রোগ মুক্তি কামনা করছি। বিস্ফোরণ কাণ্ডে উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিস ও প্রশাসনিক কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে ইসলামী ছাত্র আন্দোলন, গাউছিয়া কমিটি, রেড ক্রিসেন্ট, পিপস ও সেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী ও প্রতিনিধিদের মোবারকবাদ জানাচ্ছি।

এছাড়া সমিতির সাধারণ সম্পাদক কায়ছার উদ্দীন রোমান বলেন, সীতাকুণ্ড কাণ্ডে বিস্ফোরনের ঘঠনায় আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। এবং আমাদের টিম আহত রোগীগের নগদ অর্থ প্রদান ও খাবার বিতরণ করেছেন। আমরা আগামীতেও আহত ও নিহতের পাশে থাকবো। তাদের সন্তানের পড়াশোনা ও পরিবারের প্রতি সহযোগিতার হাত বৃদ্ধি প্রসারিত করবো।

নগদ অর্থ ও খাবার সামগ্রী বিতরণকালে উত্তর মুরাদাবাদ প্রবাসী সমাজকল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এনাম আজিজ, সহ অর্থ সম্পাদক মাওলানা এমরান, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আলমগীর, চট্টগ্রাম নবদূত ঐক্য পরিষদের সভাপতি ইকরামুল হক ও কলেজ পড়ুয়া মো. আরফাত হোসাইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ