মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


ক্লাস ফাঁকি দিয়ে দিঘির পাড়ে আড্ডা, ২৫ শিক্ষার্থী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেনীতে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদন কেন্দ্রে আড্ডা দেওয়ায় স্কুল-কলেজের ২৫ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

আজ রোববার (২৯ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মহিপাল বিজয়সিংহ দিঘির পাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে ১১ জন ছাত্রী এবং ১৪ জন ছাত্র রয়েছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা জানান, স্কুল-কলেজ চলাকালে শিক্ষার্থীরা পার্কে বা বিনোদন কেন্দ্রে ঘুরতে আসে। আটক শিক্ষার্থীদের সচেতন করতে এর কুফল সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। তাদের অভিভাবকদের মোবাইল ফোনের মাধ্যমে খবর দেওয়া হয়েছে।

ক্লাস চলাকালে শিক্ষার্থীদের বাইরে অবস্থানের বিষয়ে তিনি বলেন, শিক্ষকরা কিছুতেই দায় এড়াতে পারেন না। আমরা এবার সার্বক্ষণিক নজরদারিতে রাখার পরিকল্পনা করছি। মুচলেকা নিয়ে আটক শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ