রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


বঙ্গোপসাগরে নৌকা ডুবে ১৭ রোহিঙ্গার মৃত্যু, নিখোঁজ অর্ধশত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিয়ানমার উপকূলে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে ১৭ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন অন্তত ৫০ জন। অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় খারাপ আবহাওয়ার কারণে শিশুসহ প্রায় ৯০ জন আরোহী নিয়ে নৌকাটি সাগরে ডুবে যায়। ২০ জন সাঁতরে তীরে উঠলে স্থানীয় কর্তৃপক্ষ তাদের আটক করে।

অবৈধভাবে বঙ্গোপসাগর হয়ে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে নারী ও শিশুসহ ৯০ জনের বেশি রোহিঙ্গা। রোববার (২২ মে) খারাপ আবহাওয়ার কারণে মিয়ানমার উপকূলে ডুবে যায় নৌকাটি।

জীবন বাঁচাতে অনেকেই সাঁতরে তীরে আসার চেষ্টা করেন। এ সময় অন্তত ২০ জন তীরে আসলে স্থানীয় কর্তৃপক্ষ তাদের আটক করে। বেঁচে যাওয়া ওই রোহিঙ্গাদের বরাত দিয়ে রেডিও ফ্রি এশিয়া জানায়, গত বৃহস্পতিবার (১৯ মে) মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিটওয়ে থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন তারা।

দুই দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়েন তারা। নৌকাডুবির ঘটনায় বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন অর্ধশতাধিক। নৌকাডুবির ঘটনায় কোনো মন্তব্য করতে রাজি হয়নি মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তা সরকার।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ