মিছবাহ উদ্দীন আরজু
মহেশখালী প্রতিনিধি>
মহেশখালী উপজেলাের হোয়ানক হরিয়ারছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষের চাল ভেঙে ৪ শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীরা হলেন- ফারিয়া সুলতানা রিয়া,মোবাশ্বের খানম, মুনতাহা।
জানা যায়, ২১ মে (শনিবার) সকাল ৯ টার দিকে ক্লাশ চলাকালীন সময়ে হঠাৎ ঝড় ওঠে। এ সময় প্রচন্ড দমকা হাওয়ায় বিদ্যালয়ের ক্লাসরুমের চাল ভেঙে যায়। এতে শিক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। এসময় শ্রেণি কক্ষে থাকা ৪ শিক্ষার্থী আহত হয়েছেন।
তার মধ্যে এক শিশু শ্রেণির ছাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে গুরুতর আহত শিশু শ্রেণির ছাত্রী কে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন স্কুল সভাপতি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার রহমত উল্লাহ জানান, সকালে আবহাওয়ার অবস্থা বিবেচনা করে আমি স্কুল বন্ধ ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছিলাম। এতে হঠাৎ ঝড় সৃষ্টি হলে বিদ্যালয়ের চাল ভেঙে শিক্ষার্থীরা আহত হয়।
খবর পেয়ে বিদ্যালয়টি পরিদর্শনে আসেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন। পরিদর্শন শেষে তিনি আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানান।
-এএ