রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


ঝড়ে উড়ে গেল আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নীলফামারীর কিশোরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরের টিন উড়ে গেছে ঝড়ে। লণ্ডভণ্ড হয়ে গেছে এলাকার অনেক ঘরবাড়ি।

শনিবার মধ্যরাতে উপজেলার চাঁদখানা ইউনিয়নের উত্তর চাঁদখানা সরঞ্জবাড়ী ও বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি কারবালার ডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এ এলাকার ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। এ সময় নগরবন গ্রামের আমীর আলীর আধা পাকা ঘরের টিনসহ প্রায় শতাধিক কাঁচা বাড়ির ঘরের চাল উড়ে যায়।

এছাড়াও বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি কাবরালার ডাঙ্গায় ২০২১-২২ অর্থবছরে প্রথম পর্যায়ে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরের টিনের চাল উড়ে যায়। এ সময় দুমড়ে-মুচড়ে গেছে আরো কয়েকটি ঘরের চাল। ঝড়ে ফসলের বেশ ক্ষতি হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী বলেন, ঝড়ে আশ্রয়ণ প্রকল্পের কয়েকটি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। দ্রুত ঘরগুলো মেরামত করা হবে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ