রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


মহেশখালীর নুরিয়া মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা শহিদুল্লাহ রশিদীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন আরজু
মহেশখালী প্রতিনিধি>

মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কালাগাজির পাড়ার নূরীয়া মোজাহেরুল উলুম মাদ্রাসার সাবেক মুহতামিম মাওলানা শহীদুল্লাহ রশিদী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।

রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় ইফতার করার সময়ে তিনি ইন্তেকাল করেছেন।

জানা যায়, মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৮ মেয়ে ও ২ ছেলের জনক। ২ ছেলে ও ৮ মেয়ের জামাতা সকলেই আলেম।

তিনি কালাগাজির পাড়ার বাসিন্দা, মরহুম ক্বারী মাওলানা আব্দুর রশিদের সন্তান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশখালী উপজেলা শাখার সাবেক সভাপতি ও হোয়ানক অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ সংস্থার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন।

তিনি জামিয়া ইসলামিয়া পটিয়া (মাদ্রাসা) থেকে দাওরায়ে হাদিস পাস করার পর ফতোয়া বিভাগে ইফতা সম্পন্ন করেন। তিনি কালাগাজির পাড়া মাদ্রাসায় ৮ বছর মুহতামিমের পদে অধিষ্ঠিত ছিলেন।

আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে কালাগাজী পাড়া মাদ্রাসার মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছেন।

তার মৃত্যুতে জেলা ও উপজেলার বিভিন্ন মাদ্রাসার মুহতামিম ও আলেমরাসহ রাজনৈতিক ব্যক্তিরা শোক জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর