শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬


মুহাম্মাদ বাইজিদ হাসানের কবিতা: মাহে রমাদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ বাইজিদ হাসানের কবিতা
মাহে রমাদান

সর্ব মাসের সেরা সে-যে,মাহে রমাদান।
নাজাত দিয়ে করেন প্রভু,পাপেরই মোচন।

নাযিল হলো এ মাসে-তে পবিত্র কুরআন।
যাহার তরে ধন্য হলো, বিশ্ব-জাহান।

দিনে তুমি রাখো রোজা, খোদার বিধান মতে।
জাহান্নামের মুক্তি লিখো,প্রভুর তরফ হতে।

দিদার লাভের আশায় গোলাম,তারাবিতে যায়।
রহমতেরই পরম ছোঁয়ায়,দিল যে তাঁহার বায়।

পূন্যবানের চাই যে ক্ষমা,প্রভুর সকাশ হতে।
সেই আশাতেই বিপুল সময়,কাটায় বন্দিগিতে।

এক যামিনী হাজার মাসের, উর্ধ্বে তাহার শান।
চলো সবে ইবাদতে, কাটাই রমাদান।

শিক্ষার্থী: জামিয়া ওসমানিয়া চাটখিল,নোয়াখালী।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ