রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


সন্ত্রা*সীদের গু*লিতে একজন আলেম বাবার কোলে থাকা শিশুর মৃ*ত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সন্ত্রাসীদের এলোপাথারি গুলিতে বাবার কোলে থাকা ৪ বছর বয়সী এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন ওই বাবাও। ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নে।

নিহত শুশুর নাম জান্নাতুল ফেরদাউস তাসপিয়া এবং তার বাবার নাম মাওলানা আবু জাহের। তিনি একজন প্রবাসী। বুধবার, ১৩ এপ্রিল বিকেলে পূর্ব হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ মাওলানা আবু জাহেরকে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত জানু সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব হাজিপুর গ্রামের আলম নামে এক ব্যক্তি পার্শ্ববর্তী দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীণারায়ণপুর গ্রামের বাদশার কাছে জমির মাটি বিক্রি করেন। চুক্তির বাইরে বাদশা অতিরিক্ত মাটি কেটে নিতে চাইলে দুই গ্রুপের মধ্যে ঝগড়া এবং বিষয়টি গত দুই দিনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

এরই এক পর্যায়ে বাদশা বুধবার বিকেলে চার-পাঁচ জন বহিরাগত সন্ত্রাসীকে নিয়ে ঘটনাস্থলে আসেন। এ সময় ঘটনাস্থলে এসেই এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে সন্ত্রাসীরা। এ সময় প্রবাসী জাহের তার শিশু সন্তানকে কোলে নিয়ে ঘটনাস্থলে ছিলেন। এতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে বিদ্ধ হন বাবা ও মেয়ে।

তাদের উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে বাবা-মেয়েকে ঢাকায় স্থানান্তর করেন। কিন্তু ঢাকা নেওয়ার পথে রাতেই কুমিল্লায় মারা যায় তাসপিয়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি মীর জাহিদুল হক রনি বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ধনু নামে একজনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

-এটি


সম্পর্কিত খবর