নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>
ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী লেলাং কওমী ওলামা পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক সেমিনার, নব নির্মিত মসজিদ উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) বাদ আছর নয়াহাট বাজার সংলগ্ন নব নির্মিত মসজিদে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
লেলাং ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরওয়ার উদ্দিন শাহিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেলাং কওমি উলামা পরিষদের উপদেষ্টা আমেরিকা প্রবাসী আলহাজ্ব সৈয়দ ইলিয়াস ।
পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা লোকমান বিন হারুনের সঞ্চালনায় সেমিনারে আলোচনা অংশগ্রহণ করেন করেন- তাজবীদুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা কারী ওসমান শাহ নগরী, বাবুনগর মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা মুফতি রহিমুল্লাহ শাহ নগরী, মাওলানা হাফেজ মঈনুদ্দিন, মাওলানা আবুল কালাম, মুফতি আনিসুর রাহমান, মুফতি এনামুল হাসান, মাওলানা এমদাদুল্লাহ হাবিবী, মাওলানা জয়নাল আবেদীন প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান বলেন, লেলাং কওমি ওলামা পরিষদ প্রতিষ্ঠা লগ্ন হতে দেশ ও মানবতার কল্যাণের জন্য অগ্রণী ভূমিকা পালন করছে। লেলাং ইউনিয়নের ওলামায়ে কেরামের এই পরিষদ সারাদেশের ওলামাদের জন্য মাইল ফলক হয়ে থাকবে।
তিনি ওলামা পরিষদের উদ্যোগে নব নির্মিত মসজিদের জন্য এক লক্ষ টাকা অনুদানের ঘোষণা দিয়ে সকলকে মসজিদ নির্মাণে সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।
দেশ, জাতি ও ইসলামের উত্তরোত্তর সফলতা কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে সেমিনার শেষ হয়।
-এএ