আবু তালহা তোফায়েল।। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
গত ১০ এপ্রিল (রোববার) দুপুর ২টায় উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ প্রায় অর্ধশতাধিক রোগীদের মাঝে ইফতার সামগ্রীর প্যাকেট বিতরণ করেন।
তিনি প্রতিবেদককে জানান,একেক প্যাকেটে প্রায় ৭-৮'শ টাকার প্রয়োজনীয় ইফতার সামগ্রী রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় ৩/৪ দিনের জন্য রোগীর স্বজনরা ইফতার নিয়ে দৌড়যাপ করা লাগবে না।
ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ বলেন, রহমত, মাগফিরাত ও নাযাতের বার্তা নিয়ে এসেছে পবিত্র মাহে রামাজান। আমরা আত্মশুদ্ধির বিরাট এক সুবর্ণ সুযোগ পেয়েছি।
আমল-আখলাকে মুত্তাকী হওয়ার পাশাপাশি দ্রব্যমূল্যের যে হার বেড়ে চলেছে, তাতে আমরা বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান বা ব্যক্তিগতভাবে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের পাশে দাঁড়াই। জীবিকা নির্বাহ করতে হিমশিম খাচ্ছে এমন অসহায় মানুষের সহায়তা করি।কেননা মহিমান্বিত রমজান মাসে ভালো কাজের প্রতিদান আল্লাহ বাড়িয়ে দেন, তাই আমরা এমন সময় সুযোগ যেন হাতছাড়া না করি।
ইফতার সামগ্রী বিতরণে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের ডাক্তার-নার্স ও তৃণমূল জমিয়তের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
-এটি