শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬


স্বাধীনতার কথা বলছি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বাধীনতার কথা বলছি
শেখ সুমাইয়া সুলতানা

আমি স্বাধীনতার কথা বলছি,
নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের কথা
আমি মুক্তিযুদ্ধের কথা বলছি
কতোটা যন্ত্রণা ভাই হারানো ব্যথা।

আমি বলছি পঁচিশে মার্চের কথা
অপারেশন সার্চ লাইট হিংস্রতা
গণহত্যা ধ্বংসযজ্ঞ
নৃশংস বর্বরতা!

বায়ান্ন, ছয়দফা, গণঅভ্যুত্থান
মার্শাল ল কতশত চুক্তি
ইয়াহিয়া খান চায় রাজত্ব
সাত কোটি বাঙালি চায় মুক্তি।

সাত কোটি স্লোগান
স্বাধীন করো স্বাধীন করো
বাংলাদেশ স্বাধীন করো
বীর বাঙালি অস্ত্র ধরো।

আমি বলছি বায়ান্নের কথা
ছাত্রদল মিছিলে আক্রমণ
পুলিশী লাঠিচার্জ কাঁদানো
গ্যাস, বেশুমার গুলি বর্ষণ।

আমি বলছি তৎকালীন ঢাকা মেডিকেল
আমার ভাইয়ের লাশ লুকিয়েছে পুলিশ
ওরা বলে কেউ মরেনি
আমার ভাইকে বলে বেওয়ারিশ!

হায় স্বাধীনতা! হায় সংগ্রাম
বুলেট, ফায়ারে খুলির স্তুপ
জলাশয়ে লাশ, ডোবায় লাশ
লাশের গন্ধে প্রকৃতি নিশ্চুপ!

স্বাধীনতা শব্দটি যেন
অনাহারে কেটেছে দিন
চুলোয় আগুন নেই, হাড়িতে ভাত নেই
এযেন স্বাধীনতার ক্ষুধায় জীবন বিলীন।

আমার তখন ভাতের ক্ষুধা নেই
আমার ক্ষুধা স্বাধীনতার
এদেশকে মুক্ত করবো
এই পণ এক দল মুক্তিযোদ্ধার।

সাত কোটি জনতা জেগে উঠেছে
রেসকোর্স ময়দানে
যার যা আছে তাই নিয়ে প্রস্তুত
বলেন বঙ্গবন্ধু ভাষণে।

বাংলার মানুষ স্বাধীনতা চায়
বাংলা হবে রাষ্ট্রভাষা
বাংলার মানুষ মুক্তি চায়
সাত কোটি বাঙালির আশা।

স্বাধীনতা সে কি! ভয়ঙ্কর ইতিহাসের নাম
ত্রিশ লক্ষ শহীদের রক্তনদী
স্বাধীনতা সে কি! হাহাকারের নাম
দুই লক্ষ সম্ভ্রমহারা আর্তনাদ নিরবধি।

স্বাধীনতা সে কি! গুলিবিদ্ধ মস্তক
ট্রাকভর্তি বেওয়ারিশ লাশ
দুই লক্ষ মা বোনের সম্ভ্রম হারিয়ে
আজ ছাড়ি দীর্ঘ শ্বাস!

পতাকা চাই মানচিত্র চাই
ভূখণ্ড শত্রুমুক্ত চাই
রাষ্ট্র ভাষা বাংলা চাই
মুক্তি চাই মুক্তি চাই।

স্বাধীনতা সে কি ! ভাসানীর বয়ান
বঙ্গবন্ধুর জ্বালাময়ী কবিতা
আমরা ভয় করি না পাক-হানাদার
দেশকে মুক্ত করবোই আনবোই স্বাধীনতা।

স্বাধীনতা সে কি! দরজা খুলে দেখি
ট্রাকের পরে ট্রাক হায়নার দল
কখনো বুক বরাবর গুলি
কখনো আমার ভাইদের ধরে নেবার ছল!

স্বাধীনতা সে কি! নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ
অত্যাধুনিক সরঞ্জাম নেই, নেই বুলেট মেশিনগান
ছিলো চেতনা, ঐক্য দেশপ্রেম, সংগ্রাম, মুক্তি
জীবন দিয়ে রক্ষা করবো মাতৃভাষার মান।

স্বাধীনতা সে কি!
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
কবির কবিতায় স্বাধীনতার জয়নাম।

স্বাধীনতা সে কি! বুকের এপাশ থেকে বুলেট
ওপাশে ছিদ্র করে দেয়
বীরাঙ্গনার আঁচলে মানচিত্র দোলে
ত্রিশ লক্ষ সূর্য সন্তান মুস্টিমেয়।

স্বাধীনতা সে কি! কাঁধে রাইফেল
কপালে গামছা বাঁধা সাধারণ
দক্ষ কমান্ডার নেই, প্রশিক্ষণ নেই
তবুও স্বাধীনতা চাই বাঙালি জনগণ।

স্বাধীনতা সে কি! রাতভর গণধর্ষণ
ভোরে ধর্ষিতার লাশে কাক চিল ওড়ে
প্রসূতি নারীর কোলে নতুন শিশু
কোনো আওয়াজ হয় না পাক- হানাদার হুংকারে।

স্বাধীনতা সে কি! কোন ঘরে মুক্তিযোদ্ধা আছে
পাকিদের চলছে তালাশ
পেছনে হাত বাঁধা কপালে গামছা বাঁধা
বুক বরাবর গুলিবিদ্ধ লাশ!

স্বাধীনতা সে কি! জান দেবো প্রাণ দেবো
মান দেবো না বাংলা মায়ের
স্বাধীনতা হলো মুক্তি চাই,
অধিকার চাই, রাষ্ট্র ভাষা বাংলা চাই,
সবুজ ভূখণ্ড দস্যু মুক্ত চাই
বাংলা থেকে ইয়াহিয়া, জিন্নাহ হায়েনা দল তাড়াতে চাই
স্বাধীনতা হলো রক্ত, লাশ,মাথার খুলির ভিড়েও
আমরা ফের ঘুরে দাড়াতে চাই।

স্বাধীনতা সাত কোটি বাঙালির ভয়াবহ ক্ষুধা
সংগ্রামী জনতার চোখে ক্ষুধা পেটে ক্ষুধা জ্বালাময়
সে ক্ষুধা মানচিত্রের ক্ষুধা, পতাকার ক্ষুধা
সবুজের বুকে লাল উড্ডীন হবেই হবে বিজয়।

স্বাধীনতা সে কি! কুলি মজুর কামার কুমোর
আমার কৃষক, শ্রমিক যুবক - বৃদ্ধের স্বপন
স্বাধীনতা সে কি নিরানব্বই এর সংবিধান
বাংলা ভাষা বিশ্ব ভান্ডারে অমূল্য রতন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ