আদিয়াত হাসান: পবিত্র রমজান মাস উপলক্ষে শাইখুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. এর প্রতিষ্ঠিত ও প্রবর্তিত নূরানী তালীমুল কুরআন বাের্ড বাংলাদেশ-এর ‘নূরানী মুআল্লিম প্রশিক্ষণ কোর্স শুরু হতে যাচ্ছে। সারাবছরের প্রশিক্ষণ সময়সূচি প্রকাশ করেছে। ভর্তি চলবে ১ রমজান পর্যন্ত।
বোর্ডটির প্রধান কার্যালয় ঢাকার মোহাম্মদপুরে ও শাইখুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. এর নিজ জন্মভূমি গ্রামের বাড়ী বেলায়েতনগর, চাঁদপুরে রমজানের এই বিশেষ মু’আল্লিম কোর্স অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণের জন্য ভর্তি ফি ৮০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রশিক্ষণকালীন সময়ে প্রশিক্ষণার্থীদের থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি থাকবে।
ভর্তির জন্য যেসব বিষয় লক্ষ রাখতে হবে: স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পূর্ণ কুরআন মাজীদ সহীহ্-শুদ্ধভাবে তিলাওয়াতে সক্ষম হতে হবে। মােবাইল ব্যবহার সম্পূর্ণ নিষেধ থাকবে। আইডি কার্ড অথবা জন্ম-নিবন্ধন কপি সাথে আনতে হবে। প্রশিক্ষণ চলাকালীন ছুটি নেওয়া যাবে না। বিছানাপত্রসহ ১দিন পূর্বে প্রশিক্ষণ কেন্দ্রে হাজির হতে হবে।
নূরানী তা’লীমুল কুরআন বাের্ড বাংলাদেশ বোর্ডে যাতায়াতের ঠিকানা: ঢাকার যে কোন প্রান্ত থেকে শ্যামলী অথবা মােহাম্মদপুর বাসষ্ট্যান্ড নেমে শিয়া মসজিদ মােড় ২৪/বি, ব্লক-সি, রিং রােড, আদাবর মােহাম্মদপুর, ঢাকা-১২০৭।
প্রধান কার্যালয় ঢাকার মোহাম্মদপুরে অনুষ্ঠিতব্য কোর্স বিষয়ে জানতে কল করুন- ০১৭৩৩-৭১৫৬৭৮ নাম্বারে। বেলায়েতনগরে অনুষ্ঠিতব্য কোর্স বিষয়ে জানতে কল করুন ০১৭৮১৬৯১৬০০ নাম্বারে।
-কেএল