শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬


মাদরাসাতুল ফুনুনে ২০ দিনব্যাপী মাদানী আরবি ভাষা (আদব) প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক :  ২৮ শে শা'বান থেকে শুরু হচ্ছে সাইনবোর্ড, শান্তিধারায় মাদরাসাতুল ফুনুন পরিচালিত  ২০ দিনব্যাপী মাদানী আরবি ভাষা (আদব) প্রশিক্ষণ কোর্স।

কোর্সটি চলবে ২৮ শে শা'বান থেকে ১৮ রমাদান পর্যন্ত। কোর্সটির পরিচালনায় রয়েছেন লেখক ও অনলাইন এক্টিভিস্ট মাওলানা রুহুল আমিন সাদী।
মাদরাসাতুল ফুনুন এর আমিনুত তালিম মাওলানা মাহমুদুল হাসান এর পাঠানো এক বিজ্ঞাপ্তি এই তথ্য জানা যায়।

প্রশিক্ষনে যা থাকছে :  

রিডিং - القراءة
রাইটিং - الكتابة
স্পিকিং - المكالمة
লিসেনিং - الإستماع

ভাষার এই চারটি স্তরে দক্ষতা অর্জন ‌ করতে পর্যাপ্ত গাইডলাইন ও দারস প্রদান করা হবে ।

কোর্সে থাকছে :
. মোট ২০ দিন । ৪০ টি ক্লাস ।
. পর্যাপ্ত অনুশীলন-তামরিন ।
. অভিজ্ঞ শিক্ষকের ইশরাফ-গাইডলাইন।

• বিশুদ্ধ উচ্চারণে নির্ভুল ইবারত পাঠের অনুশীলন।
• لحجةالعرب.
• • নির্বাচিত বিশটি কুরআনের আয়াত ও দশটি হাদিসের অনুবাদ ।
• দৈনন্দিন ব্যবহারিক আরবি কথোপকথন ।
• • প্রতিদিন ত্রিশটি করে নতুন আরবি শব্দ মুখস্থ করা।
• আরবি মুকালামাহ- স্মার্ট স্পোকেন অভিনব পদ্ধতিতে আয়ত্ত।
• • অগনিত বাক্য তামরিন/প্র্যাক্টিস।
• • আরবি শব্দ পরিচিতি ও লিঙ্গভেদে শব্দের পার্থক্য
• আরবি সিলার ব্যবহার।
• •হরফুল জরের ব্যবহার।
• জরফের ব্যবহার ।
• • জুমলাহ-বাক্য গঠন পদ্ধতি সহ পূর্ণাঙ্গ আরবি ব্যকরণ ‌।

যোগাযোগ : ০১৩১২৮৬৯৪০৫

 

- এডব্লিউ 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ