আওয়ার ইসলাম ডেস্ক: অমর একুশে বইমেলা ২০২২-এ প্রকাশিত হতে যাচ্ছে তরুণ আলেম লেখক আহমাদ সাব্বিরের ইতিহাস নির্ভর উপন্যাস ‘সলংগা’। বইটিতে তুলে ধরা হয়েছে বাঙালি মুসলমানের ইংরেজবিরোধী দ্রোহের আখ্যান।
বইটির ফ্লাপে লেখা হয়েছে, ভারত উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সলংগা বিদ্রোহ ও হত্যাকাণ্ড অমোচনীয় এক অধ্যায়। ১৯২২ সালের ২৭ জানুয়ারি ব্রিটিশদের শোষণ আর জিঘাংসার শিকার হয়ে সিরাজগঞ্জের তৎকালীন সলংগা হাটে নির্মমভাবে শহিদ হয়েছিলেন হাজার হাজার মুক্তিকামী জনতা। যাদের শাহাদাতের রক্তপিচ্ছিল পথ মাড়িয়ে ভারতবর্ষ থেকে এক সময় শোষণের হাত গুটাতে বাধ্য হয়েছিল ব্রিটিশ উপনিবেশবাদীরা।
কিন্তু রহস্যজনকভাবে এই হত্যাকাণ্ডকে বরাবরই আলোচনার বাইরে রাখার চেষ্টা করা হয়। চাপা দিয়ে রাখা হয় হাজার হাজার মুক্তিকামী মানুষের জীবন-বিলানোর তেজস্বী এ সংগ্রামের আখ্যানকে।
মর্মান্তিক সেই ট্রাজেডিকে উপন্যাসের ফ্রেমে বন্দি করবার চেষ্টা করেছেন তরুণ লেখক আহমাদ সাব্বির। ‘সলংগা’ উপন্যাসের মধ্য দিয়ে তিনি সলংগা হাটে ব্রিটিশদের নির্মম নিপীড়নের চিত্র তুলে এনেছেন হৃদয়গ্রাহী কাহিনির সন্নিবেশে।
৮০ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে পুনরায় প্রকাশন। প্রচ্ছদ করেছেন ফয়সাল মাহমুদ। মুদ্রিত মূল্য ধরা হয়েছে ১০০ টাকা।‘সলংগা’ বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে ইতোমধ্যে।
‘সলংগা’ শিগগির বইমেলাতেও পাওয়া যাবে বলে জানিয়েছেন লেখক আহমদ সাব্বির।
মাওলানা মুহিউদ্দীন খান রহ. এর জীবনের গল্পভাষ্য ‘কিংবদন্তির কথা বলছি’, আমার ঘুম আমার ইবাদত, জায়নামাজ, দুই ফালি চাঁদ-সহ মৌলিক ও অনুবাদ মিলিয়ে আহমদ সাব্বিরের মোট ৬ টি বই বের হয়েছে।
এনটি
.