শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬


ফারিয়া সালমা রোদিতা’র কবিতা ‘উষ্ণতার খোঁজে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।ফারিয়া সালমা রোদিতা।।।

দখিনা হাওয়া বইছে জোরে
শীত দিলো মোদের গায়ে ছোঁয়া,
পথশিশু মোরা নেই যে আশ্রয়
ফুটপাতে খেয়ে পড়ে শোয়া।

খানিকটা বাতাস লাগে গায়ে
কাঁপে মোদের শীতল বুক,
শিশু তাও সহনশীল মোরা
প্রবীণের দুঃখ, তাহার বড় অসুখ।

রাজার ছেলে থাকে মহলে
লাগে না কো তাহাদের শীত,
উষ্ণতার খোঁজে কেবল পথশিশু
সূর্যালোকের দেখাও যে কিঞ্চিৎ।

খানিকটা উষ্ণতা মোদেরও দিও
হে রাজার ছেলে রাজকুমার,
মোরা সকলে তো সম বয়সের
মোদেরও আছে উপভোগের অধিকার।

দুফোঁটো উষ্ণতায় মোরা খেলিবো
তোমাদেরও দিলাম নিমন্ত্রণ,
নাচিবো মোরা হেলিয়া দুলিয়া
ছিঁড়বো সকল বৈষম্যের বাঁধন।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ