আদিয়াত হাসান: আসন্ন ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার বালিক ও বালিকা মাদরাসার রুটিন প্রকাশ করেছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।
জানা যায়, আসছে মার্চ মাসের ৯ তারিখ (বুধবার) থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে শুক্রবারসহ ৮দিন ব্যাপী। পরীক্ষা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। তবে ১১ মার্চ শুক্রবার পরীক্ষা সকাল ৮টা থেকে শুরু হয়ে শেষ হবে বেলা সাড়ে ১১টায়।
[caption id="attachment_246499" align="aligncenter" width="500"] বালকদের পরীক্ষার রুটিন।[/caption]
[caption id="attachment_246497" align="aligncenter" width="500"] বালিকাদের রুটিন[/caption]
-কেএল