আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষার্থীদের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলীকে প্রত্যাহার করে নতুন প্রক্টর নিয়োগ দিয়েছে প্রশাসন। নতুন দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক আসাবুল হক।
আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক আদেশে তাকে নিয়োগ দেওয়া হয়।
এর আগে গতকাল ট্রাকচাপায় রাবি শিক্ষার্থী হিমেলের মৃত্যুর ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে প্রক্টরকে প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা। পরে আন্দোলনের মুখে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাকে প্রত্যাহারের ঘোষণা দেন।
রেজিস্ট্রার দপ্তরের আদেশে বলা হয়, ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলীকে ২ ফেব্রুয়ারি হতে অব্যাহতি দেওয়া হলো এবং গণিত বিভাগের অধ্যাপক আসাবুল হককে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হলো।
এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। প্রক্টরের দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তিনি ভাতা প্রাপ্য হবেন।
-এএ