শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


শাবিপ্রবিতে অনশনরত ২০ শিক্ষার্থী হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার বেলা পৌনে ১১টা পর্যন্ত আটজন অনশনরত শিক্ষার্থী ভিসির বাসভবনের সামনে অবস্থান করছেন।

এদিকে, গত বুধবার দুপুর থেকে অনশনে অংশ নেওয়া ২৩ শিক্ষার্থী এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। এর মাঝে গতকাল থেকে গণঅনশনে নতুন করে আরও পাঁচ শিক্ষার্থী যোগ দিয়েছেন। এ নিয়ে বর্তমানে মোট ২৮ জন শিক্ষার্থী অনশন করছেন।

শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার পর উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গত ১৭ জানুয়ারি থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন তিনি। এর মাঝে গতকাল আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এর আগে, সংবাদ সম্মেলনে নাফিজা আনজুম নামের আন্দোলনরত শিক্ষার্থী বলেন, পরিস্থিতি যেভাবে এগুচ্ছে, এতে আমাদের বাধ্য করা হচ্ছে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে। তারা বলেছিল, ভিসির বাসভবনে কেবল পুলিশ এবং গণমাধ্যমকর্মী ছাড়া কেউ ঢুকতে পারবে না। ভবিষ্যতে তারা ভিসির বাসভবনের জরুরি পরিষেবা বন্ধ করতে বাধ্য হবেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ