আওয়ার ইসলাম ডেস্ক: কওমি মাদরাসা বন্ধের বিষয়ে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর নাম ব্যবহার করে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে।
বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব স্বাক্ষরিত প্যাডের কপি ইডিট করে সেখানে লেখা হয়েছে, ‘এতদ্বারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল কওমি মাদরাসার অবগতির জন্য জানানো যাচ্ছে যে সরকারি ঘোষণার প্রতি লক্ষ্য রেখে আগামী ২৫/০১/২০২২ সেই থেকে ০৬/০২/২০২২ ইসাই পর্যন্ত সকল কওমি মাদরাসার সাময়িক ছুটি ঘোষণা করা হলো’।
[caption id="" align="alignnone" width="300"] সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই নোটিশকে বিভ্রান্তিকর বলে দাবি বেফাকের।[/caption]
বিষয়টিকে নিতান্তই মিথ্যা ও বানোয়াট বলে নিশ্চিত করা হয়েছে বেফাকের পক্ষ থেকে।
বেফাকের ভেরিফাইড ফেসবুক পেজে বোর্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা জুবায়ের আহমদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
[caption id="" align="alignnone" width="264"] বেফাকের ভেরিফাইড পেজ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি।[/caption]
সেখানে বলা হয়েছে, এতদ্বারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সাথে সংশ্লিষ্ট মাদ্রাসার মুহতামিমদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেফাকের প্যাড ও ভারপ্রাপ্ত মহাপরিচালকের স্বাক্ষর ব্যবহার করে মাদ্রাসা বন্ধের ঘোষণা প্রকাশিত হয়, যা নিতান্তই মিথ্যা ও বানোয়াট।
সেই সাথে ফেসবুক কর্তৃপক্ষ ভেরিফাইকৃত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের নিজস্ব ফেইসবুক পেজ (https://www.facebook.com/wifaqbd) ব্যতীত অন্য কোন আইডি থেকে প্রকাশিত বেফাক সংশ্লিষ্ট খবরে বিভ্রান্ত না হওয়া এবং তা প্রচার না করার আহ্বান জানানো যাচ্ছে।
এনটি