শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬


মুনীরুল ইসলামের ছড়া: 'আওয়াজ মাহফিল'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুনীরুল ইসলাম

মাহফিলের ওই স্বকীয়তা আবার ফিরে আসুক
দরদমাখা দীনের কথায় পাপী হৃদয় হাসুক।

যাত্রা সার্কাস কমছে ঠিকই, বাড়ছে ওয়াজ মাহফিল
কিন্তু এসব ওয়াজে আর ফিরছে না তো গাফিল
গান অভিনয় কমেডিতে ভরা এসব ওয়াজ
এই ওয়াজে ঢুকে গেছে সার্কাসেরই শো আজ
এসব ছেড়ে ওয়াজ মাহফিল আলোর বানে ভাসুক
মাহফিলের ওই স্বকীয়তা আবার ফিরে আসুক।

ছাব্বিশ ইঞ্চি, অন্ধ, আঁতুড়, নারী থেকে পুরুষ
তাদের এনে মাহফিল নামে জমায় এখন ওরুশ
ভণ্ড জোকার ভ্রান্তবাদীর স্থান হবে না কোনো
সুরের আওয়াজ ছেড়ে দিয়ে নুরের ওয়াজ শোনো
দীন বাঁচাতে নবীর সীরাত সবাই ভালোবাসুক
মাহফিলের ওই স্বকীয়তা আবার ফিরে আসুক।

'আন্তর্জাতিক' বক্তা সাবের পাসপোর্টই যে নেই
'আল্লামাদের' বহর দেখে হারিয়ে ফেলি খেই
ইলমবিহীন গলাবাজে ওয়াজ কলুষিত
ওদের জন্য মুমিন সমাজ কঠিন রকম ভীত
সবার ঈমান রক্ষা করুন আল্লাহ তালা- মাশুক
মাহফিলের ওই স্বকীয়তা আবার ফিরে আসুক।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ