শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন ১৬ টি বছর জুলুম-ষড়যন্ত্রের মধ্যে ছিল মাদরাসার ছাত্ররা: ড. শামছুল আলম  ‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন’ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসানের ইন্তেকালে খেলাফত মজলিসের শোকপ্রকাশ কাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক রাষ্ট্রপতি নির্বাচনসহ যেসব সুপারিশ সংস্কার কমিশনের

লক্ষীপুরের আল মুঈন ইসলামি একাডেমিতে ৪৫ কোরাআনে হাফেজের সমাপনী পাগড়ি গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিনিধি>

বিজয়ের মাস। ১৯ ডিসেম্বর রোববার। লক্ষীপুরের আল মুঈন ইসলামি একাডেমি সেজেছে নতুন সাজে। ছাত্র-উস্তাদ ব্যস্ত সময় কাটাচ্ছেন। কোরআনের হাফেজদের মিলনমেলা জমে উঠবে কিছুক্ষনের মধ্যেই। এক সঙ্গে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করা ৪৫ কোরাআনে হাফেজ গ্রহণ করবে সমাপনী পাগড়ি।

সকাল গড়িয়ে বিকেল। আল-মুঈন ইসলামি একাডেমি লক্ষ্মীপুর ও জামেয়া মুঈনুল ইসলামের আয়োজনে শুরু হলো বরকতি অনুষ্ঠানে প্রথম অধিবেশন। সাদা জুব্বা/পাঞ্জাবি আর পাগড়িতে শত শত কোরআন প্রেমিরা বসে আছে। অনুষ্ঠানে আল-মুঈন ইসলামি একাডেমি লক্ষ্মীপুর ও জামেয়া মুঈনুল ইসলামের ছাত্রদের বাংলা বক্তৃতা, উর্দু-ইংরেজি কথোপকথন, সংগীত পরিবেশনসহ বিভিন্ন প্রদর্শণী পরিবেশিত হয়।

এ ছাড়াও অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করতে ঢাকা থেকে কলরবের ইসলামী নাশীদের একঝাঁক নাশীদ শিল্পী উপস্থিত হয়েছেন। তাদের সঙ্গে এসেছেন সময়ের জনপ্রিয় উর্দু নাশীদ শিল্পী শেখ এনামও। উপস্থিত দর্শক-শ্রোতা মন্ত্রমুগ্ধের হয়ে অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসে সেই শুভক্ষন। আল-মুঈন ইসলামি একাডেমি লক্ষ্মীপুর ও জামেয়া মুঈনুল ইসলামের শিক্ষকবৃন্দ ও গুনীজনের হাতে এক এক করে ৪৫ ছাত্রের মাথায় পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করায় পড়িয়ে দেয়া হয় সম্মানের পাগড়ি।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন- চরমটুয়া আল আরাবিয়া মাদরাসার পরিচালক মাওলানা আবু তাহের, বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন- চরমটুয়া আল আরাবিয়া মাদরাসা ও লক্ষ্মীপুর কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা হাফেজ মহিউদ্দিন মাহমুদ, মিরওয়ারিশপুর হোসাইনিয়া মাদরাসা-নোয়াখালী'র সিনিয়র শিক্ষক মাওলানা জাবের, মাওলানা শাকের, টাঙ্গাইল রিয়াজুল জান্নাহ মডেল মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, আলোর দিশারী ফাউন্ডেশনের পরিচালক মুফতি মুহাম্মাদ আরাফাত ও ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও আরও অনেক ওলামা-মাশায়েখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধান করেছেন আল-মুঈন ইসলামি একাডেমি লক্ষ্মীপুর ও জামেয়া মুঈনুল ইসলামের সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা বশীর আহমাদ। সবশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ