শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন ১৬ টি বছর জুলুম-ষড়যন্ত্রের মধ্যে ছিল মাদরাসার ছাত্ররা: ড. শামছুল আলম  ‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন’ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসানের ইন্তেকালে খেলাফত মজলিসের শোকপ্রকাশ কাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক রাষ্ট্রপতি নির্বাচনসহ যেসব সুপারিশ সংস্কার কমিশনের বাংলাদেশিদের সুখবর দিলো ইতালি, পুনরায় ভিসা দেওয়ার সিদ্ধান্ত

রাজধানীর চৌধুরীপাড়া মাদরাসার ৩০সালা দস্তরে ফজিলতের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

আগামী বছর রাজধানীর চৌধুরীপাড়াস্থ শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার ৩০সালা দস্তরে ফজিলতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মাদরাসার মুতাওয়াল্লী মোঃ ইমাদুদ্দীন নোমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাদরাসার স্মরণ সভা ও ফুযালা সম্মেলনে এ সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া প্রতি বছর প্রতিষ্ঠানটির ফুযালা সম্মেলন করারও সিদ্ধান্ত নেয়া হয়।

মাওলানা মাহফুজুল হকের উদ্বোধনী বক্তবের মাধ্যমে শুরু হয় বৃহস্পতিবারের উৎসবমূখর ফুযালা সম্মেলন।
সম্মেলনে ওলাময়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন, দারুল উলুম রামপুরা ঢাকার শাইখুল হাদিস মাওলানা আসআদ আল হোসাইনী, জামিয়া ইকরা চৌধুরীপাড়া ঢাকার সদরুল মোদাররিসিন মাওলানা আরিফ উদ্দিন মারুফ, শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার সাবেক মুহাদ্দীস মাওলানা মামুনুর রশীদ।

No description available.

এছাড়া উপস্থিত ছিলেন, ধানমন্ডি জামে মসজিদ  ইমাম মাওলানা আমিনুর রহমান, মুন্সিগঞ্জ সিরাজদিখান মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা সাইফুল্লাহ, গাজীপুর কালীগঞ্জের মাওলানা মাহফুজুল হক, জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকার নাজেমে তা’লীমাত মাওলানা শফি উদ্দিন, জামালপুর জামিয়া ইনআমিয়ার  শায়খুল হাদীস মুফতি শরীফুল ইসলাম, নাযেমে তালিমাত মুফতি সালেহ আহমাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক মাওলানা হুসাইনুল বান্নাসহ চৌধুরীপাড়া মাদরাসার প্রায় কয়েক’শো ফুযালা।

ফুযালা সম্মেলনে মরহুম সাত মনীষীকে প্রবন্ধ পাঠ করেন মাওলানা দিলাওয়ার হোসাইন, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান, মুফতি এনায়েত কবীর ও আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব।

আলোচনায় অংশ নেন, শেখ জনূরুদ্দীন র দারুল কুরআন মাদরাসা চৌধুরীপাড়া ঢাকার মুহতামিম, মাওলানা মাহফুজুল হক কাসেমী, নায়েবে মুহতামিম, হাফেজ মাওলানা খুরশিদ আলম কাসেমী, নাজেমে তা'লীমাত, হযরত মাওলানা মুসলিম উদ্দিন, সিনিয়র শিক্ষক হযরত মাওলানা দেলোয়ার হোসেন রাশেদ।

অনুষ্ঠিত ফুযালা সম্মেলন সম্পর্কে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক কাসেমী জানান, মাদরাসার জমিদাতা বিশিষ্ট দানবীর জনাব শেখ জনুরুদ্দীন (রহ.), সাবেক মুতাওয়াল্লি আলহাজ্ব ওয়াজ আলী ও আলহাজ বুরহান উদ্দিন (রহ.) এবং অত্র মাদরাসার শায়খুল হাদিস আল্লামা নূর হুসাইন কাসেমী (রহ.), মাদরাসার স্বপ্নদ্রষ্টা মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা ইসহাক ফরিদী (রহ.), শাইখুল হাদিস মুফতি মতিউর রহমান (রহ.) ও মসজিদ ই নূর-এর ইমাম ও মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আশরাফ আলী (রহ.)কে নিয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

No description available.

‘বিদায় নেয়া এই মনীষীদের চিন্তা-চেতনা আরও ব্যাপকভাবে চর্চা হওয়া জরুরি। সেই উপলক্ষে মাদরাসা কর্তৃপক্ষ ফারেগিন ছাত্রদের পূনর্মিলনীর আয়োজন করে’-জানান মাদরাসার নায়েবে মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস মাওলানা খুরশীদ আলম কাসেমী।

প্রসঙ্গত, আজ (১৭ ডিসেম্বর) শুক্রবার অনুষ্ঠিত হচ্ছেছ চৌধুরীপাড়া মাদরাসার বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল। এতে মুখ্য আলোচক হিসাবে উপস্থিত থাকছেন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী। অংশগ্রহণ করছেন দেশের শীর্ষ আলেম-উলামা।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ