শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন ১৬ টি বছর জুলুম-ষড়যন্ত্রের মধ্যে ছিল মাদরাসার ছাত্ররা: ড. শামছুল আলম  ‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন’

হাইয়াতুল উলইয়ার পরীক্ষায় অংশ নিতে পারবে প্রবাসী শিক্ষার্থীরাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

হাইয়াতুল উলইয়ার অধীনে মাস্টার্স (দাওরা হাদীস) পরীক্ষায় নিবন্ধনের জন্য শিক্ষার্থীদের  যোগ্যতা ও শর্ত সম্বিলিত একটি প্রজ্ঞাপন জারি করেছে বোর্ডটি। এই যোগ্যতা ও শর্তের অধিীনে দারুল উলূম দেওবন্দ বা বিদেশের অনুরূপ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে (১৪৪১ ও ১৪৪২ হিজরী) ২০২০ ও ২০২১ পড়ুয়া প্রবাসী শিক্ষার্থীরাও দেশে বোর্ডের তাকমিল পরীক্ষা দিতে পারবেন।

এজন্য তাদের দেশের বাইরের কোন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২০ ও ২০২১ সালে ফযীলত অথবা দাওরায়ে হাদীস উত্তীর্ণের সনদ অথবা নম্বরপত্র নিবন্ধন ফরমের সঙ্গে যুক্ত করতে হবে।

আওয়ার ইসলামকে এ তথ্য জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ ইসমাইল।

তিনি বলেছেন, অনেকেই দেশের বাইরে গিয়ে শিক্ষা সম্পন্ন করে, সেখানে দাওরা হাদিস পরীক্ষা দেয়, পরবর্তীতে তাদের কাছে মনে হয় দেশেও দাওরায়ে হাদিসের পরীক্ষা দিয়ে সার্টিফিকেট রাখা প্রয়োজন। তাই শিক্ষার্থীদের এই দিকটি বিবেচনা করে এই সুযোগ রাখা হয়েছে।

২০২২ সালে দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার নিবন্ধনের যোগ্যতা ও শর্ত সম্বিলিত প্রজ্ঞাপন বলা হয়েছে এ বছর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষায় নিম্নবর্ণিত ছাত্র-ছাত্রীগণ নিবন্ধনের সুযোগ পাবে-

১। ১৪৪২ হিজরী/২০২১ ঈসাব্দে ৬ বোর্ডের অধীনে ফযীলত (মেশকাত) পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী।

২। ১৪৪১ হিজরী/২০২০ ঈসাব্দের ফযীলত (মেশকাত) পরীক্ষার জন্য ফি দাখিলকারী এবং বোর্ড কর্তৃক প্রবেশপত্র লাভকারী ছাত্র-ছাত্রী;

৩। দারুল উলূম দেওবন্দ অথবা বিদেশের অনুরূপ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৪৪১ ও ১৪৪২ হিজরী/২০২০ ও ২০২১ ঈসাব্দে ফযীলত অথবা দাওরায়ে হাদীস উত্তীর্ণ ছাত্র-ছাত্রী।

৪। মানোন্নয়ন পরীক্ষার ক্ষেত্রে শুধুমাত্র ১৪৪২ হিজরী/২০২১ ঈসাব্দে দাওরায়ে হাদীস পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী;

৫। আল-হাইআতুল উলয়ার অধীনে ১৪৪১ ও ১৪৪২ হিজরী/২০২০ ও ২০২১ ঈসাব্দে দাওরায়ে হাদীস পরীক্ষায় অকৃতকার্য ও অনুপস্থিত পরীক্ষার্থী।

৬। ১৪৪১ হি:/২০২০ ঈ: এবং ১৪৪২ হি:/২০২১ ঈসাব্দের দাওরায়ে হাদীস পরীক্ষায় সর্বোচ্চ ২ বিষয়ে অকৃতকার্য (যেমনী) পরীক্ষার্থী।

৭। ২০১৭ ঈসাব্দের পূর্বে ৬ বোর্ডের অধীনে অথবা দেশ-বিদেশের কোন কওমি মাদরাসার বার্ষিক পরীক্ষায় দাওরায়ে হাদীস উত্তীর্ণ ছাত্র-ছাত্রী; তবে নিবন্ধনের আবেদনের সঙ্গে আল-হাইআতুল উলয়া বাংলাদেশ এর চেয়ারম্যান বরাবর পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি প্রার্থনা করে দরখাস্ত প্রদান করতে হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ১৪৪২ হিজরী/২০২১ ঈসাব্দের দাওরায়ে হাদীস পরীক্ষায় যাদের পরীক্ষার খাতা ‘যবত্’ হয়েছে, তারা ১৪৪৩ হিজরী/২০২২ ঈসাব্দের দাওরায়ে হাদীস পরীক্ষায় নিবন্ধনের সুযোগ পাবে না।

হাইয়াতুল উলইয়ার পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ ইসমাইল সাক্ষরিত প্রজ্ঞাপনে শিক্ষার্থীদের আরো ৬ টি বিষয়ের প্রতি  দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তা হল;

১। ১৪৪১ হিজরীর ফযীলত (মেশকাত) পরীক্ষার্থীদের পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি নিবন্ধন ফরমের সঙ্গে যুক্ত করতে হবে।

২। ১৪৪২ হিজরীর ফযীলত (মেশকাত) উত্তীর্ণগণ ফযীলতের নম্বরপত্রের ফটোকপি নিবন্ধন ফরমের সঙ্গে যুক্ত করতে হবে।

৩। দারুল উলূম দেওবন্দ অথবা বিদেশের অনুরূপ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৪৪১ ও ১৪৪২ হিজরী/২০২০ ও ২০২১ ঈসাব্দে ফযীলত অথবা দাওরায়ে হাদীস উত্তীর্ণের সনদ অথবা নম্বরপত্র নিবন্ধন ফরমের সঙ্গে যুক্ত করতে হবে।

৪। ২০১৭ সনের পূর্বে দাওরায়ে হাদীস উত্তীর্ণের ‘সনদ’ অথবা ‘নম্বরপত্র’ নিবন্ধন ফরমের সঙ্গে যুক্ত করতে হবে।

৫। ১৪৪১ ও ১৪৪২ হিজরী/২০২০ ও ২০২১ ঈসাব্দে দাওরায়ে হাদীস পরীক্ষায় অকৃতকার্যদের ক্ষেত্রে আল-হাইআতুল উলয়া প্রদত্ত ‘প্রাথমিক ফলাফল (প্রতিষ্ঠান)’ কপি নিবন্ধন ফরমের সঙ্গে যুক্ত করতে হবে।

৬। কোন মাদরাসা উপরোক্ত নিয়মের ব্যতিক্রম করলে পরীক্ষা বিধি অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ