জুলফিকার জাহিদ।।
শ্রমজীবি মেহনতী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে ৪র্থ বারের মত ইসলামী শ্রমিক আন্দোলনের কমিটি গঠিত হতে যাচ্ছে আগামী ২৪ নভেম্বর (বুধবার) ।
বরিশালের চরমোনাই ইউনিয়নে কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন হবে। এই বৈঠক থেকে দলের সভাপতি-সেক্রেটারি ও সিনিয়র সহ-সভাপতি নির্ধারণ করা হবে।
আওয়ার ইসলামকে এ তথ্য জানিয়েছেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক কমিটির সদস্য মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
২৪ নভেম্বর বাদ জোহর দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ও নায়েবে আমির মুফতি ফয়জুল করিম-এর উপস্থিতিতে কমিটি গঠন বৈঠকে উপস্থিত থাকবেন দলের শূরা সদস্যগণ।
‘ইসলামী শ্রমনীতি জনবান্ধব এবং মানুষের কল্যাণের জন্যই গঠিত, এর মাধ্যমে জনগণের দুঃখ-দুর্দশা লাঘব হবে। শ্রমিক আন্দোলনের মাধ্যমে এদেশে জনগণ তাদের অধিকার ফিরে পাবে। এতে দেশব্যাপী জনগণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন’ বলে জানিয়েছেন মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
এনটি