শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট আইনজীবী আলিফ হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা শীতে কাপছে পঞ্চগড়, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি কাদের মির্জার শ্যালক চট্টগ্রামে গ্রেফতার আয়নাঘরের অভিজ্ঞতা এত ভয়াবহ অনেকেই তা বলতে চায় না: নাহিদ চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

বিমান-সমুদ্র যোগাযোগ জোরদার করতে আগ্রহী ঢাকা-কলম্বো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ ও শ্রীলঙ্কার জনগণের বৃহত্তর সুবিধার জন্য ঢাকা ও কলম্বো বিমান ও সমুদ্র যোগাযোগ আরও জোরদার করতে আগ্রহী।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রাজধানীর রাষ্ট্রীয় অতিথিশালা পদ্মায় শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক গামিনি লক্ষ্মণ পেইরিসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককালে এই অভিমত প্রকাশ করেন।

ভারত মহাসাগরীয় রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) মন্ত্রী পরিষদের (কম) ২১তম বৈঠকে যোগ দিতে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ১৫ থেকে ১৮ নভেম্বর ঢাকা সফরে আছেন।

বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী পিটিএ দ্রুত পরিসমাপ্তি এবং দুই দেশের মধ্যে ব্যবসা ও বাণিজ্য বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি এবং শ্রীলঙ্কার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফিক মেরিন সায়েন্সেস-এর মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ অন্বেষণের অঙ্গীকারও করেন তারা।

উভয় মন্ত্রীই আইওআরএ-এর আওতায় চলমান সহযোগিতা, সামুদ্রিক সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা, সমুদ্র অর্থনীতি, জলবায়ু পরিবর্তন এবং সামুদ্রিক সম্পদের অতিরিক্ত শোষণ প্রতিরোধের কথা উল্লেখ করেন।

ড. মোমেন বলেন, বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং একে তিনি চমৎকার বলে অভিহিত করেন। যা ঐতিহাসিক সম্পর্ক, বন্ধুত্ব এবং দৃষ্টিভঙ্গির অভিন্নতা এবং সমৃদ্ধির ভাগ করা দৃষ্টিভঙ্গির ভিত্তিতে সৃষ্ট।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এ বছর শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের রাষ্ট্রীয় সফর স্মরণ করে তিনি উল্লেখ করেন, এটি দুই দেশের সম্পর্ককে শক্তিশালী করতে অবদান রেখেছে।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিশেষ করে বাণিজ্য ও বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, যোগাযোগ, কৃষি, মৎস্য, শিক্ষা এবং জনগণের সঙ্গে যোগাযোগে আরও সহযোগিতার ওপর গুরুত্ব দেন। তিনি বাংলাদেশের দক্ষতা ভাগাভাগির মাধ্যমে ই-কমার্স, ডিজিটাল খাতে সম্পৃক্ততার ক্ষেত্রে সহযোগিতা চেয়েছেন।

ফার্মাসিউটিক্যাল খাতে বাংলাদেশের সাফল্যের কথা উল্লেখ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানির আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর