আওয়ার ইসলাম ডেস্ক: দেশব্যাপী রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের সীরাত চর্চার কমর্সুচি হাতে নিয়েছে “হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম সংসদ”
গতকাল সোমবার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে বিকাল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররম দক্ষিণ গেইটে প্রশ্নোত্তরে সীরাত প্রতিযোগিতার আয়োজন করে সংসটি। কলেজ-ভার্সিটি ও মাদরাসাছাত্র-সহ সাধারণ নবীপ্রেমিকও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ৫০জন প্রতিযোগীর মাঝে একটি বিশেষ পুরস্কার-সহ মোট ১০টি পুরস্কার বিতরণ করা হয়।
প্রথম পুরস্কার হিসেবে ইসলামী ইতিহাসের ঐতিহাসিক গ্রন্থ “আল-বিদায়া ওয়ান-নিহায়া” বাংলা অনুবাদ (১৪ খন্ড), দ্বিতীয় পুরস্কার “যেমন ছিলেন তিনি” (২খন্ড), ৩য় পুরস্কার “সীরাতুন নবী” বাংলা অনুবাদ (৪খন্ড) ও বিশেষ পুরস্কার হিসেবে প্রদান করা হয় জাগ্রত কবি মুহিব খানের “পবিত্র কোরআনুল কারীমের কাব্যানুবাদ”। বাকি সবগুলো পুরস্কারই সীরাত সংক্রান্ত বই প্রদান করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, দেশব্যাপী সীরাত চর্চার মাধ্যমে প্রত্যেক মুসলমানের মাঝে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পৌঁছে দিতে হবে। নবীআদর্শের অভাবেই জাতি আজ দিশেহারা৷ জাতির মুক্তি ও শান্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিকল্প নেই। তারা হুব্বে রাসূল সংসদের ব্যতিক্রমী এ উদ্যোগকে স্বাগত জানান।
সংসদ সমন্বয়ক বিশিষ্ট লেখক ও আলোচক মুফতী হাবিবুর রহমান মিছবাহ’র সভাপতিত্বে ও গবেষক আলেম মাওলানা সাঈদ কাদিরের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম ও ভারপ্রাপ্ত খতিব মুফতী মহিউদ্দিন কাসেম, ইসলামী লেখক ফোরামের সভাপতি, বহুগ্রন্থ প্রণেতা মাওলানা মুনীরুল ইসলাম, বিশ্লেষক আলেম মাওলানা সৈয়দ শামসুল হুদা, বিশিষ্ট আলেমে ও শায়খুল হাদীস মুফতী ওযায়ের আমীন, লেখক সাংবাদিক মাওরানা মাসউদুল কাদির, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সেক্রেটারি সাংবাদিক মাওলানা আমিন ইকবাল, বিশিষ্ট কলামিস্ট ও আলোচক মাওলানা যেবায়ের আহমাদ, বিশিষ্ট শিশু সাহিত্যিক জিয়াউল আশরাফ, বিশিষ্ট আলোচক মুফতী আব্দুর রহমান কোব্বাদী, বিশিষ্ট লেখক ও কওমী উদ্যোক্তা গ্রুপের কর্ণধার মাওলানা রোকন রাইয়ান, লেখক খতীব মাওলানা ইমরানুল বারী সিরাজী, বিশিষ্ট লেখক সাংবাদিক মাওলানা ইফতেখার জামীল, ইসলামী লেখক ফোরামের অন্যতম সদস্য তরুণ আলেম মাওলানা ওমর ফারুক মজুমদার, লেখক মুফতী মঈন উদ্দিন খান তানভীর, হাফেজ মাওলানা সফিক আজিজী, সাংবাদিক মাওলানা হাসান আল মাহমুদ, মুফতী ওমর ফারুক ইবরাহীমী প্রমূখ।
প্রতিযোগিতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে লিখিত মোট চারটি প্রশ্ন করা হয়। সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম পুরস্কার গ্রহণ করেন ধামরাই থেকে মাওলানা আবুল হোসেন, দ্বিতীয় পুরস্কার গ্রহণ করেন মোমেনশাহী থেকে আগত কলেজ পড়ুয়া শিক্ষার্থী মুহাইমিনুল সরকার রুবাই, তৃতীয় পুরস্কার গ্রহণ করেন বি-বাড়িয়া নবীনগর থেকে আগত আব্দুল্লাহ আল রোমান রাফি এবং বিশেষ পুরস্কারটি গ্রহণ করেন পটুয়াখালীর কলাপাড়া থেকে আগত মুহাম্মাদ মাসুম বিল্লাহ।
-এটি