শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬


আমি এক অসহায় সাংসারিক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাম প্রকাশে অনিচ্ছুক
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী>

মাত্রই খবরটি দেখলাম। বাসের ভাড়া ২৭% শতাংশ বৃদ্ধি! বুকটা কেমন যেনো কেপে উঠলো। নিজ খরচে পথচলা শুরু করেছি এইতো অল্প ক'দিন হলো। সামনের দিনগুলোতে এই পথচলা চলমান রাখতে পারবো তো? ঘুরে-ফিরে এ প্রশ্নটিই বার বার মনে উঁকি দিয়ে যাচ্ছে।

চোখের সামনে মুরগির দাম ১২০ টাকা থেকে ১৮০/১৯০ টাকা হয়ে গেলো। তেলের অনবরত দামবৃদ্ধি দেখে মাঝে মধ্যে চিন্তা হয়, রান্নায় তেলের বিকল্প কিছু আছে কি? সিলিন্ডার গ্যাস নিয়েও আমার একই ভাবনা! মাত্র ৩ মাসে এটির দাম ৯০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে এখন ১৩১৫ টাকা!

বাজারে গেলে মনে হয়, আমিই বুঝি এখানকার সবচেয়ে গরিব মানুষ। সবাই তো কত কিছুই কিনে নিয়ে যাচ্ছে। আমি একাই শুধু প্রতিটা জিনিস কেনার আগে একগাদা হিসাব করে যাচ্ছি।

আচ্ছা, এগুলোর দাম কি আরো বাড়বে? বাসা ও কর্মস্থল ঢাকায়, পড়াশোনা করি চট্টগ্রাম। তাই নিয়মিত ঢাকা-চট্টগ্রাম যাতায়াত করাটা খুব জরুরি। এখন ২৭% বেশি ভাড়া দিয়ে বাসে চড়তে পারবো তো?

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ