আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান, আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, ভোজ্য তেল, জ্বালানি তেল, পিঁয়াজ, চাল, ডাল, চিনি ,আদা, ময়দা, ফলমূল ও এলপি গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অসাভাবিক মূল্য বৃদ্ধির কারণে দেশের জনগণ বিপর্যস্ত ও দিশেহারা।
আজ শনিবার বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একদিকে সাধারণ মানুষ তরি-তরকারি, শাক সবজিসহ সকল পণ্যের দাম বৃদ্ধির ফলে বাজারে যাওয়ার সাহস হারিয়ে ফেলেছে অন্য দিকে সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার জন্য টিসিবির ট্রাকের সামনে দাড়ানোর পরও ভোক্তাদের কাড়াকাড়ির কারণে অনেকেই দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেও পণ্য না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছেন।
তিনি আরো বলেন, একদল অতিলোভী মুনাফাখোর অসাধু ব্যবসায়ী বাজারে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির সাথে কোনো অসাধু সিন্ডিকেটচক্র জড়িত কিনা তা খতিয়ে দেখা খুবই প্রয়োজন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা হাজী ফারুক আহমদ, মাওলানা শেখ আজিম উদ্দিন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, সহকারি মহাসচিব হাজী জালাল উদ্দিন বকুল, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি, মাওলানা সাজিদুর রহমান ফয়েজী, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা ইলিয়াস মাদারীপুরী ও মুফতি আফম আকরাম হুসাইন প্রমূখ।
প্রসঙ্গত, সভায় আগামী ২৯ নভেম্বর দলের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিনিধি সম্মেলন করার লক্ষে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।
এনটি