আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ কমিশনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
মাওলানা ইউনুছ আহমাদ বলেন, সারাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী এবং কর্মীদের ওপর সরকার দলীয় সন্ত্রাসীরা একের পর এক হামলা, মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলা, প্রার্থীদেরকে বেধরক মারধর করে সরকার নিজেদের পতন ডেকে আনছে। সরকার দলীয় মাস্তানদের মাস্তানী বন্ধ না হলে দেশে নতুন সঙ্কট শুরু হবে, যে সঙ্কট থেকে অনিবার্য গণবিস্ফোরণ তৈরী হবে। যা সরকারের করুণ পরিণতি ডেকে আনবে।
-এটি