আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ নাারয়ণগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়ন পরিষদে হাতপাখার চেয়ারম্যান প্রার্র্র্থী মোঃ ওমর ফারুক-এর ওপর সরকার দলীয় প্রার্থী বাদল বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বলেছেন, সরকার দলীয় প্রার্থীরা পরাজয় নিশ্চিত আঁচ করতে পেরে চোরাগুপ্তা হামলার পথ বেছে নিয়েছে। সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় ক্যাডার দিয়ে সারাদেশে অরাজকতা সৃষ্টি করছে।
হাতপাখার প্রার্থীদের ওপর সন্ত্রাসী হামলা, হাতপাখার প্রার্থীদের মনোনয়ন ফরম ছিনিয়ে নেয়ার মত ঘটনা বর্তমান সরকারের সময় ঘটছে।
তিনি বলেন, কাশিপুরে হাতপাখার প্রার্থীর ওপর হামলাকারী বাদল বাহিনীর সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। সেইসাথে আওয়ামী লীগের প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
কাশিপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর প্রাণনাশের প্রতিবাদে নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের হাতপাখার প্রার্থীর উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের চাষাড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন নাসিক মেয়র প্রার্থী মুফতি মাসুম বিল্লাহসহ জেলা ও থানা নেতৃবৃন্দ।
অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, বর্তমান নির্বাচন কমিশন সরকার দলীয় কমিশনে পরিণত হয়েছে। প্রধান নির্বাচন কমিশন গৃহপালিত কর্মচারীর ভুমিকা পালন করছে। এমন বেহায়া ও অথর্ব ইসি দেশবাসী আর দেখছে বলে মনে হয় না। তিনি বলেন, অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করতে ব্যর্থ হলে সারাদেশে তৃণমূল থেকে গণআন্দোলন গড়ে তোলা হবে।
এনটি