শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল দুর্গাপুরে আগুনে পুড়ল কৃষকের গরু-ছাগল-গোয়ালঘর অন্যায় ভাংচুর যেভাবে অপরাধ, তথ্যসন্ত্রাসও তেমন অপরাধ: বায়তুল মোকাররমের খতিব বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতিতে পাঁচ দিনব্যাপী জোড় শুরু ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান চরমোনাই পীরের

‘ব্যক্তি থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত রাসূল সা. এর আদর্শ অনুসরণ করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দাওয়াতুন্নবী সা. উপলক্ষে আলোচনা সভায় ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, দেশ ও জাতি আজ আদর্শের সংকটে ভুগছে। স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও দেশ ও জাতি কোন আদর্শে পরিচালিত হবে তা এখনও ঠিক করতে পারেনি। এটা বড়ই দুঃখজনক।

শুক্রবার (২৯ অক্টোবর) বাদ আছর সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে দাওয়াতুন্নবী সা. উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় নেতৃবৃন্দ একথা বলেন।

নেতৃবৃন্দ আরও বলেন, আমরা মুসলিম। ইসলাম আমাদের ধর্ম। এদেশের সংখ্যাগরিষ্ট মানুষ মুসলিম, মুসলমানদের আদর্শের প্রতীক রাসূলুল্লাহ সা.। তাঁর আনিত জীবন বিধান ইসলাম মোতাবেক দেশ চলবে এটাই বাস্তবতা। কুরাআন-সুন্নাহ তথা রাসূলুল্লাহ সা. এর আদর্শ মোতাবেক সমাজ ও রাষ্ট্র চলবে। রাসূলুল্লাহ সা. এর আদর্শ অনুকরণে ব্যক্তি থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পরিচালিত হবে; এটাই যুক্তির দাবী। কিন্তু আমরা তাঁর ধারে কাছেও নেই; বরং তার উল্টো পথে চলছি। আমাদের দেশের অনেক নেতা-নেত্রীরা মুসলমানের সন্তান হয়েও ইসলাম ও রাসূলুল্লাহ সা. এর আদর্শের বিরোধীতা করছে।

‘আর আমরা যারা ইসলামের পক্ষের শক্তি দাবি করি তারা নিজেরা বিভিন্ন এখতেলাফী মাসয়ালাকে কেন্দ্র করে বিভক্ত হয়ে পড়ছি। পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ না হয়ে একে অপর থেকে দূরে চলে যাচ্ছি। আমরা বিধর্মীদের পাতানো ফাঁদে পড়ে ভাই ভাইয়ের শত্রুতে পরিণত হচ্ছি।’

সবার প্রতি আহ্বান আসুন রাসূলুল্লাহ সা. এর জন্মের মাসে রাসূলের জন্ম নিয়ে ঈদে মিলাদুন্নবী, সীরাতুন্নবী ও দাওয়াতুন্নবী ইত্যাদি নিয়ে বেহুদা তর্কে না জড়িয়ে রাসূলুল্লাহ সা. এর আদর্শকে গ্রহণ করে দ্বীন ইসলামকে সকল মানব রচিত মতবাদের উপর বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হই এবং মানব জীবনের সর্বস্তরে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বাত্মক গণ-আন্দোলন গড়ে তুলি।

নগর আমীর মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যক্ষ মুহাম্মদ শওকাত হোসেন, মাওলানা মুহাম্মদ রুহুল আমীন, কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মোস্তফা তারেকুল হাসান, অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু বকর সিদ্দিক, জয়েন্ট সেক্রেটারী হাফেজ হযরত আলী, সাংগঠনিক সম্পাদক জনাব এফ এম আলী হায়দার, মাওলানা আব্দুর রহমান ও জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ