আবদুল্লাহ তামিম
নির্বাহী সম্পাদক>
দেশের ‘জাগ্রত কবি’ খ্যাত কবি মুহিব খান একাধারে ইসলামী ধারার জনপ্রিয় কবি, গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী। দীর্ঘ প্রতীক্ষার পর তার রচিত পূর্ণাঙ্গ কোরআনের কাব্যানুবাদ প্রকাশিত হয়েছে। ইতোমধ্যেই বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে।
আজ (২৯ অক্টোবর) শুক্রবার বাদ জুমা বর্ণাঢ্য আয়োজনে গ্রন্থটি উন্মোচন করা হবে। ৮০০ পৃষ্ঠার বিশাল এই কাব্যানুবাদ প্রকাশ করেছে রাহনুমা প্রকাশনী। জানা যায়, ২০০৪ সালের ১৯ মার্চ কোনো প্রকার পরিকল্পনা ছাড়াই এই কাব্যানুবাদের সূচনা করেন মুহিব খান।
এরপর বিক্ষিপ্তভাবে ১০০ দিনের মতো কাজ করে প্রথম ১০ পারা সমাপ্ত করেন। ২০০৬ সালের জুলাই মাসে তা গ্রন্থাকারে প্রকাশিত হয়। ২০০৬ সাল থেকে ২০২০ পর্যন্ত নানা ব্যস্ততার কারণে আর মাত্র পৌনে তিন পারার কাজ শেষ করা সম্ভব হয়।
করোনা মহামারির কারণে যখন অখণ্ড অবসর মেলে, তখন মাত্র পাঁচ মাস ১২ দিনে অবশিষ্ট ১৭ পারার কাব্যানুবাদেও কাজ শেষ হয়। মুহিব খান মনে করেন, এটা তাঁর জীবনের অন্যতম প্রধান ও সেরা কাজ। মহান আল্লাহর একান্ত অনুগ্রহে তিনি তা শেষ করতে পেরেছেন।
আরো পড়ুন- ‘কুরআনের কাব্যানুবাদ করতে গিয়ে আল্লাহর কুদরতের সাহায্য পেয়েছি’
-এটি