শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল দুর্গাপুরে আগুনে পুড়ল কৃষকের গরু-ছাগল-গোয়ালঘর অন্যায় ভাংচুর যেভাবে অপরাধ, তথ্যসন্ত্রাসও তেমন অপরাধ: বায়তুল মোকাররমের খতিব বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতিতে পাঁচ দিনব্যাপী জোড় শুরু

সীরাতুন্নবী সা. উপলক্ষে ইসলামী আন্দোলনের মাসব্যাপী কর্মসূচি গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতা, হামদ-নাত ও তিলাওয়াত প্রতিযোগিতা, প্রবন্ধ রচনা, সীরাতুন্নবী সা. জাতীয় সম্মেলন, বিশ্বে কুরআন হিফজ প্রতিযোগিতায় ১ম, দ্বিতীয় তৃতীয়স্থান অর্জনকারী হাফেজে কুরআনদের সম্মাননা ও পুরস্কার প্রদান ইত্যাদি।

ইতিমধ্যেই এসকল কর্মসূচি নবীপ্রেমিকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। হাজার হাজার মানুষ এসকল প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষে নিবন্ধন করছেন। ২৯ অক্টোবর শুক্রবার দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং ৫ নভেম্বর জাতীয় সীরাত সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

জাতীয় সীরাত সম্মেলনে দেশের বরেণ্য পীর মাশায়েখ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় বুদ্ধিজীবীগণ উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

এ সকল কর্মসূচি সফলের লক্ষ্যে সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যেই পোস্টার, হ্যান্ডবিল, ব্যানার ঢাকার বিভিন্ন এলাকায় শোভা পাচ্ছে।

এ কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, রাসূলুল্লাহ সা. পুর্ণাঙ্গ জিন্দেগী নবীপ্রেমিক মানুষের কাছে তুলে ধরে সে আলোকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে উদ্ধুদ্ধ করাই মূল উদ্দেশে। তাছাড়া রাসূল সা. এর আদর্শ প্রতিষ্ঠিত না থাকায় সমাজ ব্যবস্থা যে কত ভয়ঙ্কর তা বলাই বাহুল্য।

তিনি বলেন, আইয়্যামে জাহেলিয়াতের ঘোর অন্ধকারে নিমজ্জিত জাতি। বর্বর, বেদুঈন, শিক্ষা ও আলো থেকে বঞ্চিত অন্যায় জুলুম ও অনৈতিকতার সয়লাব মানবজাতি। ঠিক এমন সময় অরাজকতার অন্ধকারে আকস্মিকভাবে জ্বলে উঠলো আলোক মশাল।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ