আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দ্বিতীয় দফায় সারাদেশে অনুষ্ঠিতব্য ৮৪৮টি ইউনিয়ন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশজুড়েই নির্বাচনে অংশ নিয়ে প্রার্থী দিয়েছে। কিন্তু সরকারদলীয় স্থানীয় সন্ত্রাসী ও মাস্তানরা মনোনয়ন হাতপাখার প্রার্থীদের ফর্ম জমাদানে বাঁধা, প্রার্থীদের বাড়ি-ঘরে হামলা, ভয়-ভীতি দেখানোসহ ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেই যাচ্ছে। সকল নির্বাচনে মানুষের মতামতের ভিত্তিতে নেতা নির্বাচনে অংশ নেয়া আমাদের নাগরিক ও মৌলিক অধিকার।
আজ রবিবার এক বিবৃতিতে মহাসচিব ইউনুছ আহমাদ নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, নির্বাচন কমিশনরে পাপের খাতা অনেক ভারি হয়েছে। শেষকালে এই নির্বাচনকে সুষ্ঠু করে সেই পাপ খানিকটা মোচন করে যান। মাওলানা ইউনুছ আহমাদ আরো বলেন, মামলা হলো অপরাধী সংশোধনের আইনি প্রক্রিয়া; বর্তমানে মামলা ভিন্নমত দমনের হাতিয়ারে পরিণত হয়েছে।
চলমান পরিস্থিতিকে কেন্দ্র করেও সারাদেশে বহু মামলা হয়েছে এবং তাতে হাজার-হাজার বেনামী আসামী দেখানো হয়েছে, এমনকি মৃত ব্যক্তির নামেও মামলা হয়েছে। কোন নিরীহ মানুষকে যাতে হয়রানি করা না হয়। দেশে বিভিন্ন কারাগারে শত শত ওলামায়ে কেরাম আটক অবস্থায় আছেন। মামলা মাথায় নিয়ে দিন কাটাচ্ছেন হাজার হাজার ওলামা। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ নাই, এমন ওলামা ও রাজনৈতিক বন্দিদের অবিলম্বে মুক্তি দিয়ে তাদের মামলা প্রত্যাহার করতে হবে।
মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ আগামী ২৭ অক্টোবর দেশে চলমান সংকট উত্তরণে দেশের সর্ব-মহলের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, পেশাজীবীগণের সাথে মতবিনিময় সভায় সকল যথাসময় উপস্থিত হওয়ার আহ্বান জানান।
-এটি