শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

সাম্প্রদায়িক সহিংসতা: ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাম্প্রদায়িক সহিংসতার বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার দুপুরে, মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এসময় তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করে যারা এসব ঘটনার সূত্রপাত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী। কেউ যেন ঘটনা অন্যদিকে চালিত করতে না পারে সে বিষয়ে নির্দেশনাও দিয়েছেন তিনি। পাশাপাশি বিভিন্ন ধর্মের প্রধানদের নিয়ে আন্তঃধর্মীয় সংলাপ আয়োজনের ওপর জোর দিয়েছেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফ করছেন অ্যাকশন নেয়ার জন্য এবং আমাদের ইন্টেলিজেন্স টিমও কাজ করছে। কুমিল্লার বিষয়ে আমার ধারণা খুব দ্রুতই উদঘাটন হবে।

সভায় ই-কমার্স নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আগামী ২০ দিনের ভেতর সুপারিশ দেবে কমিটি। ই-কমার্সকে বন্ধ করা যাবে না, তবে তা যেন নিয়ন্ত্রণ ও তদারকিতে থাকে সে বিষয় নিয়েই সরকার কাজ করছে।

এদিকে, প্রশ্নফাঁসে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের বিধান রেখে ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২১’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর কুমিল্লায় একটি পূজামণ্ডপে কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে বেশ কিছু মন্দির-মণ্ডপে হামলা ও ভাঙচুর চালানো হয়। এরপর এ ঘটনার জেরে চাঁদপুর, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, রংপুরসহ কয়েকটি জেলায় হিন্দু ধর্মালম্বীদের উপাসনালয়, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সাম্প্রদায়িক হামলা চালানো হয়। এসব ঘটনায় এ পর্যন্ত ৭১টি মামলা দায়ের করা হয়েছে এবং আটক হয়েছে ৪শ'র বেশি ব্যক্তি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ