আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৮৩ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ১৩২ জন ও ঢাকার বাইরে হাসপাতালে ৫১ জন ভর্তি হয়। ডেঙ্গুতে এখন পর্যন্ত ৮২ জনের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম নিয়মিত ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ডেঙ্গু সংক্রমণের তথ্য সংগ্রহ করে থাকে অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন ও কন্ট্রোলরুম। ঢাকা শহরের ১৫টি সরকারি এবং ৩১টি বেসরকারি হাসপাতাল তথ্য সংগ্রহ করে। এসব হাসপাতালে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন হাসপাতালে নতুন ১৮৩ জন রোগী ভর্তি হয়েছেন।
এর মধ্যে ঢাকার ৮টি সরকারি হাসপাতালে ৫৬ জন এবং ২৪টি বেসরকারি হাসপাতালে ৭৬ জন ভর্তি হয়। ঢাকার বাইরে ভর্তির রোগীর মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, ময়মনসিংহে ৫ জন, চট্টগ্রামে ৩ জন, খুলনায় ৩ জন, রাজশাহীতে ৩ জন, রংপুর বিভাগে ৩ জন, বরিশালে ৯ জন ও সিলেটে ১ জন রয়েছে।
কন্ট্রোলরুমের তথ্যানুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৯১২ জন। এখন পর্যন্ত ডেঙ্গুতে ৮২ জনের মৃত্যু হয়েছে, তাদের মৃত্যু বিষয়টি নিশ্চিত করতে আইইডিসিআরে তথ্য পাঠানো হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন ৯০৬ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৯ হাজার ৯২৪ জন।
-এএ