আওয়ার ইসলাম ডেস্ক:।। কুমিল্লার ঘটনায় শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ও বিশিষ্ট ইসলামিক স্কলার, নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের খতিব, আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ।
আজ শুক্রবার পবিত্র কাবা শরিফ সফরে থাকাকালীন ফেসবুকে দেয়া এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান।
তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেন, অনুগ্রহ করে সবাই শান্ত থাকুন। সংখ্যালঘুদের ওপর কেউ আক্রমণ করতে চাইলে তাদের থামিয়ে দিন। কুচক্রীদের আইন শৃংখলা বাহিনীর হাতে তুলে দিন। ইসলাম অন্য ধর্মের উপাসনালয়ে হামলা কিংবা একজনের দায় অন্য জনের উপর চাপানোর অনুমতি দেয়নি। বরং এটি নিষিদ্ধ।
যারা এ দেশে বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মানুষকে সংক্ষুব্ধ করে, সে যে কোনো ধর্মের অনুসারী হোক কিংবা চরমপন্থী নাস্তিক হোক-তাকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ।
-এটি