শহিদুল ইসলাম কবির।।
অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন রহঃ। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব ও অবিভক্ত ঢাকা মহানগর কমিটির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০২ সনে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মসজিদের নগরী ঢাকার একটি মসজিদের ইমাম হয়ে মেয়র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ইতিহাস সৃষ্টি করেছেন।
ডান-বাম, ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্ব মহলে গ্রহনযোগ্য এটিএম হেমায়েত উদ্দিন ১ বছর ক্যন্সার আক্রান্ত হয়ে দেশ-বিদেশে চিকিৎসা গ্রহণের সময়েও উম্মাহর সংকটে দায়িত্ব পালনে পিছিয়ে ছিলেন না।
১১ তম জাতীয় সংসদ নির্বাচনে অসুস্থতার মধ্যেও দলের প্রয়োজনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে একাধিকবার বৈঠক করে দলের পক্ষে নির্বাচনে অনিয়মের বিষয়ে অভিযোগ তুলে ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
মানবতাবাদী নেতা হিসেবে অসুস্থ হয়েও সংকটাপন্ন মানুষের সহায়তায় নিজেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে তিনি পিছপা হননি।
অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন রহঃ যেমন ছিলেন মানবতাবাদী নেতা তেমনি ছিলেন ঐক্য প্রত্যাশী একজন উদ্যোক্তা।
জাতীয় সংকটে ডান, বাম, ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের চিন্তার ঐক্য গড়তে সক্ষম ছিলেন এটিএম হেমায়েত উদ্দিন রহঃ।
জাতীয় দুর্যোগে সর্বাগ্রে ত্রাণ নিয়ে ঝাঁপিয়ে পড়তেন মানবতাবাদী এই নেতা। ইসলাম দেশ ও মানবতার সংকটে সময়ের প্রয়োজনে জাতীয় নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করতে তিনিই ছিলেন অন্যতম সক্ষম ব্যাক্তিত্ব।
সম্মিলিত ইসলামী দলসমূহ নামে প্রতিবাদী সংগঠনের ব্যানারে প্রায় সকল ইসলামী দলসমূহকে নিয়ে ইস্যুভিত্তিক আন্দোলনে প্রতিবাদ করার ইতিহাস সৃষ্টি করে গেছেন।
সাদাসিধে জীবন যাপনে অভ্যস্ত অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন রহঃ দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অর্থনৈতিকভাবে দুর্বল অসংখ্য শিক্ষার্থীদের অর্থনৈতিক সহযোগিতা দিয়ে আদর্শ ও শিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করেছেন।
দেশের তৃনমুলে থাকা মেধাবী কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্রদের নিজেই খুঁজে বের করে সহায়তা করতেন।
সাহিত্য সাংস্কৃতিক ক্ষেত্রে ও অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন রহঃ ছিলেন অন্যতম পৃষ্ঠপোষক।
১১ অক্টোবর১৯, শুক্রবার, সকালে ইন্তেকালের মুহুর্তে আমার সাথে জীবনের সর্বশেষ আলোচনায় ও দেশের সংকট এবং ইসলামী দলসমূহের অনৈক্যের বিষয়ে আলোচনা করেছিলেন।
আজকের এই দিনে আমি প্রিয় নেতা অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন রহঃ এর রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।
এনটি