আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের জাজানে বাদশাহ আব্দুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় তিন বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (৮ অক্টোবর) সন্ধ্যায় হামলার ঘটনা ঘটে। সৌদি প্রেস এজেন্সির বরাতে আজ শনিবার এ খবর প্রকাশ করেছে সৌদি গেজেট।
আহত তিন বাংলাদেশি বিমানবন্দরে কর্মরত ছিলেন। আহতদের ৬ জন সৌদি নাগরিক এবং একজন সুদানি নাগরিক।
আরব নিউজ জানিয়েছে, ড্রোন হামলার নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও আরব সংসদ। এতে আকাশে প্রতিরক্ষা ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেছে তারা।
সৌদি আরবের জাজান শহরটি ইয়েমেনের সীমান্তবর্তী। ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠী প্রায় সময় সৌদির সীমান্তবর্তী শহরে রকেট ও ড্রোন হামলা চালিয়ে আসছে।
গত বুধবারও সৌদির আবহা বিমানবন্দরে ড্রোন হামলা হয়। এসব ঘটনার জন্য সৌদি সরকার হুতিদেরই দায়ী করে আসছে।
-এএ