শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

যেসব দেশ ঘুরতে ভিসা লাগবে না বাংলাদেশিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিন দিন বাংলাদেশিদের মধ্যে দেশে-বিদেশে ঘুরতে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের বেশ কয়েকটি দেশে ঘুরতে যাওয়ার জন্য বাংলাদেশিদের ভিসার প্রয়োজন হয় না। তবে সেসব দেশে যেতে যে দেশগুলোর উপর দিয়ে যেতে হবে সেখানে ভিসা লাগতে পারে।

বিশ্বের যেসব দেশে ভিসা ছাড়া বাংলাদেশিরা ঘুরতে যেতে পারবেন-

চীন

শর্তসাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা দিচ্ছে চীন। ২০১৮ সালের ২২ নভেম্বর এক বিবৃতিতে ঢাকার চীনা দূতাবাস জানায়, এখন থেকে জরুরি মানবিক প্রয়োজন, বাণিজ্যিক কাজ, প্রকল্প মেরামত, পর্যটন বা অন্য কোনো জরুরি কাজের জন্য এই ভিসা পাওয়া যাবে৷ তবে ভ্রমণের জন্য চীনের পর্যটন সংস্থাগুলোর মাধ্যমে যেতে হবে।

ভুটান

ঢাকা থেকে এখন সহজেই বিমানে করে সরাসরি সেখানে যাওয়া যাচ্ছে। যাত্রা শুরুর আগে ভিসা জোগাড়ের কোনো ঝামেলা নেই।

মালদ্বীপ

বাংলাদেশিদের জন্যও সেখানে যেতে ভিসার কোনো প্রয়োজন নেই।

ইন্দোনেশিয়া

বাংলাদেশিদের জন্য দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় ঘুরতে যাওয়ার প্রক্রিয়া সহজ করেছে দেশটির সরকার। ২০১৬ সালের এপ্রিল মাস থেকে সেখানে যাওয়ার জন্য বাংলাদেশিদের আগে থেকে ভিসা নেয়ার প্রয়োজন পড়ছে না। তাই প্রয়োজনীয় কাগজপত্র আর পাসপোর্ট নিয়ে চলে যান ইন্দোনেশিয়ায়। সেখানকার বিমানবন্দরে নেমেই আপনি পেয়ে যাবেন ৩০ দিনের ভিসা।

ফিজি

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা চাইলে প্রশান্ত মহাসাগরের এই দেশটিতে ঘুরতে যেতে পারেন। বাংলাদেশি পর্যটকদের জন্য দেশটিতে অন-অ্যারাইভাল ভিসার ব্যবস্থা আছে।

ভানুয়াতু

ভানুয়াতুর আয়ের একটি অন্যতম বড় অংশ আসে পর্যটন থেকে। বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসার ব্যবস্থা আছে। অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলাদেশিরা এই সুযোগ নিতে পারেন।

ত্রিনিদাদ ও টোবাগো

যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা অন-অ্যারাইভাল ভিসার সুযোগ নিয়ে সহজেই ক্যারিবীয় এই দ্বীপরাষ্ট্রটিতে ঘুরতে যেতে পারেন।

গ্র্যানাডা

নিউ ইয়র্ক থেকে এই দেশটিতে সরাসরি বিমানে যেতে পারেন বাংলাদেশিরা। তাদের জন্য অন-অ্যারাইভাল ভিসার ব্যবস্থা আছে।

সেশেলস

পূর্ব আফ্রিকা থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার পূর্বে ১১৫টি দ্বীপ নিয়ে গঠিত এই দেশ। বাংলাদেশি পাসপোর্টধারীরা সেই দেশে ‘ভিসা-অন-অ্যারাইভাল’ নিয়ে যেতে পারবেন। আরব আমিরাতে বসবাসকারী বাংলাদেশিরা এই সুযোগ নিতে পারেন।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ