আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের বিখ্যাত মদিনা ইউনিভার্সিটির বাংলাদেশী ছাত্রদের দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট প্রকাশ করেছে।
আজ বুধবার মদিনা ইউনিভার্সিটির নিজস্ব ওয়েব সাইটে রেজাল্ট প্রকাশ করা হয়।
জানা যায়, এর আগেও একবার বাছাই পরীক্ষা নেয়া হয়েছে বাংলাদেশী ছাত্রদের। যারা উত্তীর্ণ হয়েছে এর আগেরবার তাদের নাম প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার দ্বিতীয় প্রর্যায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের নাম প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়।
ছাত্ররা তাদের অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে নিজেদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। https://admission.iu.edu.sa/Inquiry.aspx এ লিন্কে প্রবেশ করে আবেদন নম্বর দিলেই তার অবস্থা সম্পর্কে জানতে পারবে। তবে এবার ইউনিভার্সিটি সব ছাত্রদের লিস্ট এখনও দেয়নি। তাই রেজাল্ট জানতে হলে স্ট্যাটাস চেক করতে হবে।
-এটি