আওয়ার ইসলাম ডেস্ক: ‘বিএনপিকে মানুষ কেন ভোট দেবে’, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের জবাবে বিএনপির নেতারা বলেছেন, আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী ও তাঁর সরকারের হাত থেকে বাঁচার জন্যই জনগণ বিএনপিকে ভোট দেবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘উনাদের (আওয়ামী লীগ) হাত থেকে বাঁচার জন্যই জনগণ বিএনপিকে ভোট দেবে। এখন মানুষের জীবন-জীবিকার কোনো নিরাপত্তা নেই, চারদিকে ভয়-ত্রাস-সন্ত্রাস ছাড়া কোনো কিছু নেই। যার ফলে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। ওই কারণেই ভোট দেবে।’
গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ফখরুল বলেন, ‘তারা ১০ টাকা কেজি চাল খাওয়াবে বলে এখন ৭০ টাকা কেজি চাল কিনে খেতে হয়। এত টাকা দিয়ে চাল কিনে খাওয়া জনগণের পক্ষে সম্ভব নয়। তাই জনগণ বিএনপিকে ভোট দেবে। তারা বিনা পয়সায় সার দেবে বলেছিল, যেটি এখন আকাশচুম্বী। এর জন্যই ভোট দেবে। করোনার সময় ব্যর্থতার কারণেই ভোট দেবে। প্রণোদনার কথা বলেছিল, মানুষকে দেয়নি।
তিনি বলেন, আবার গার্মেন্ট সেক্টরে প্রণোদনার কথা বলেও ধোঁকাবাজি করেছে। সরকারদলীয় লোকজন ছাড়া গার্মেন্ট সেক্টরে প্রণোদনা কেউ পায়নি। আড়াই হাজার টাকা করে গরিব মানুষকে দেওয়ার কথা বলেছিল, সেটি জনগণ পায়নি। এ দেশকে তারা এমন জায়গায় নিয়ে গেছে, সেই জায়গা থেকে, আওয়ামী লীগের হাত থেকে, শেখ হাসিনার হাত থেকে, সরকারের হাত থেকে মুক্তি চায়। বিএনপি একমাত্র দল, যে দলটি মানুষকে শান্তি দিয়েছিল। তাই তারা বিএনপিকে ভোট দেবে।’
-কেএল