আওয়ার ইসলাম ডেস্ক: করোনার কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলো আগামী ৯ অক্টোবর থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তবে ক্লাস শুরু হবে ২০ অক্টোবর থেকে। কমপক্ষে এক ডোজ টিকা নেওয়া আবাসিক শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।
সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান এ তথ্য জানান।
বলেন, ‘আমরা ৯ অক্টোবর সকাল ১০ টা থেকে শিক্ষার্থীদের হলে উঠাব। শুধু আবাসিক আইডিকার্ড আছে ও কমপক্ষে এক ডোজ টিকা নেওয়া শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।’
তিনি বলেন, ‘আপাতত গণরুম থাকছে না। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সুবিধাসমূহও চালু করা হবে।’
-এএ