আওয়ার ইসলাম ডেস্ক: প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিএমপির জনসংযোগ বিভাগ এক বার্তায় তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
সম্প্রতি ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকা ও রিং আইডির শীর্ষ নির্বাহী, মালিক ও পরিচালকদের গ্রেপ্তার করা হয়েছে। এই ধারাবাহিকতায় পঞ্চম ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে কিউকমের প্রধানকে গ্রেপ্তার করা হলো।
অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মত কিউকমের বিরুদ্ধেও গ্রাহকদের কাছ থেকে অর্থ নিয়ে পণ্য সরবরাহ না করার অভিযোগ আছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, রিপন মিয়ার নামে পল্টন থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, ‘কিউকম করোনাকালীন ব্যবসা শুরু করেছিল। কিউকমের অনেক ক্রেতাই অর্ডার দিয়েও মালামাল না পাওয়ায় প্রতারিত হচ্ছে। একজন ভোক্তা ৪ অক্টোবর পল্টন থানায় এই অভিযোগে মামলা করেন। সেই মামলায় রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।’
কিউকমের বিরুদ্ধেও টাকা দিয়েও পণ্য না পাওয়ার অভিযোগ করেছেন ক্রেতারা। দেড় বছর আগে এই প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম শুরু করেছিল।
পাওনা টাকা বা পণ্যের দাবিতে ক্রেতারা ভিড় করার পর আরও কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের মতো সম্প্রতি কিউকমও তাদের কার্যালয় বন্ধ করে দিয়েছিল।
এনটি