আওয়ার ইসলাম ডেস্ক: পূর্ব লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সর্বত্র চীনা ফৌজের উপস্থিতি বেড়েছে, যা যথেষ্টই উদ্বেগের।
শনিবার লাদাখে এই মন্তব্য করেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরবানে।
বিভিন্ন অগ্রবর্তী এলাকা পরিদর্শন ও সেনানীদের সঙ্গে কথাবার্তার পর এই কথা জানিয়ে তিনি বলেন, যেকোনো পরিস্থিতির মোকাবিলায় ভারতীয় জওয়ানেরাও প্রস্তুত। তাদের মনোবল তুঙ্গে।
সেনাপ্রধান এই প্রসঙ্গে এ কথাও বলেন, লাদাখে মুখোমুখি অবস্থান থেকে সেনা সরানোর যে প্রক্রিয়া দুই দেশ চালাচ্ছে, তার ত্রয়োদশ বৈঠক এই অক্টোবর মাসের প্রথমার্ধেই হওয়ার কথা। ছয় মাস ধরে এই তল্লাটের সামরিক পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে বলে তিনি জানান।
-কেএল