আওয়ার ইসলাম ডেস্ক: করোনা টিকার সম্পূর্ণ ডোজ নেয়া ব্যক্তিরাই কেবল সৌদি আরবের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবেন।
আজ শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন এই নিয়ম কার্যকর হচ্ছে আগামী ১০ অক্টোবর সকাল ৬টা থেকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার এক ডোজ টিকা নেয়া, টিকা না নেয়া ব্যক্তিরা সৌদির বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবেন না। এসবের মধ্যে রয়েছে সব ধরনের আর্থিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক, বিনোদনমূলক ও খেলাখুলার প্রতিষ্ঠান। এ ছাড়া বিমানে আরোহণ, গণপরিবহনে চলাচল এবং সাংস্কৃতিক, বিনোদনমূলক, সামাজিক ও শিক্ষামূলক অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না উল্লেখিত ব্যক্তিরা।
এদিকে, নতুন এই নির্দেশনার বিষয়ে অবহিত না থাকায় বিমানবন্দর থেকেই অনেক প্রবাসীকে ফেরত পঠিয়ে দিচ্ছে সৌদি কর্তৃপক্ষ। সম্প্রতি কোয়ারেন্টাইন নীতিমালায় পরিবর্তন আনে দেশটির সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। তাতে এক ডোজ টিকা নেয়া ব্যক্তিদের নিজ খরচে ৫ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার বাধ্যবাধকতা জানানো হয়।
তবে সৌদিতে এক ডোজ নেয়ার পর অপর জোড নিজ দেশ থেকে নেয়া ব্যক্তিদের বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য নেই নতুন নির্দেশনায়। ফলে এক ডোজ টিকা নেয়া প্রবাসীরা বিপাকে পড়তে যাচ্ছেন। শিগগিরই এর কোনো সুরাহা হচ্ছে না বলেই ধারণা করা হচ্ছে।
-এটি