শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের সভাপতি হলেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এই কাউন্সিলে বোর্ডের সভাপতির দায়িত্ব পেয়েছেন জামিআ ইকরা বাংলাদেশ, ঢাকার মহাপরিচালক আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

আজ শনিবার (২ অক্টোবর) রাজধানীর জামিয়া ইকরা বাংলাদেশে বোর্ডটির প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়। এখানেই বোর্ডের সভাপতি নির্ধারণ করা হয় আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদকে।

সভাপতি মহাসচিব ছাড়াও  আজকের এই কাউন্সিলে জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের উপদেষ্টা পরিষদ, মজলিসে আমেলা ও মজলিসে শূরার গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব প্রদান করা হয়েছে।

আজকের এই কাউন্সিলের মাধ্যমে বোর্ডের উপদেষ্টা পদের দায়িত্ব পেয়েছেন ৪ জন। তারা হলেন-

দারুল উলুম আযমিয়া, বনশ্রীর সিনিয়র মুহাদ্দিস মাও. আসআদ আল হুসাইনি, দিনাজপুর হিলি মাদরাসার মাও. শামসুল হুদা খান, তেজগাঁও রেলওয়ে মাদরাসা মাও. মুজিবুর রহমান, ঢাকা সাভারের মাও. দেলোয়ার হুসাইন সাইফী।

সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন একাধারে ২ জন। তারা হলেন, দারুল উলুম আযমিয়া, ঢাকার মুহতামিম, মাও. ইয়াহইয়া মাহমুদ ও জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম, খুলনার মুহতামিম মুফতি আবুল কাসেম।

আজকের এই কাউন্সিলে জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের সহ সভাপতি ঘোষণা করা হয়েছে একাধারে ৬ জনকে। তারা হলেন-

জামিয়া শায়েখ যাকারিয়া, দক্ষিণখান, ঢাকার মুহতামিম ড. মাও. মুশতাক আহমদ।সহ সভাপতি নশাসন ইসলামিয়া কওমি মাদরাসা, শরিয়তপুরের মুহতামিম ০৫ মাও. আব্দুল বাতেন ফরিদী। আহাজ্জ শামসুদ্দীন ভূইয়া জামেয়া ইসলামিয়ার মুহতামিম মাও. হিফজুর রহমান। জামিআ আরাবিয়া খাদিজাতুল কুবরা, খুলনার মুহতামিম মুফতী মুমতাযুল করীম। জামেয়া ইসলামিয়া হেমায়েতুল ইসলাম সিলেটের মুহতামিম মাও. ক্বারী শামসুল হক। জামিআ কাসেমিয়া ধনতলার মুহতামিম মাও. হুসাইন আহমদ।

জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের প্রথম কাউন্সিলে বোর্ডটির মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আল জামিআতুল ইসলামিয়া ইদারাতুল উলুম, ঢাকার মুহতামিম মুফতি মোহাম্মাদ আলী।

এছাড়া সহকারী মহাসচিব হিসেবে একাধারে দায়িত্ব পেয়েছেন ৪ জন। তারা হলেন-

জামিআ আশরাফিয়া খাগডহর, ময়মনসিংহের মুহতামিম মুফতি তাজুল ইসলাম কাসেমী। জামিআ ইসলামিয়া ভাসানটেক, ঢাকার মুহতামিম মাও. শাহাদাত হুসাইন। জামিআ আশরাফিয়া নূরেরচালা, ঢাকার মুহতামিম মাওলানা আবদুল আলীম ফরিদী। মাদরাসাতুউসমান বিন আফফানের মুহতামিম মাও. শরফুদ্দীন।

আজকের এই কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জামিআ মাদানিয়া আসআদুল উলুম, খুলনার মুহতামিম মাও. ইমদাদুল্লাহ কাসেমী। সহ সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ইকরা তাহফীজুল কুরআন বাংলাদেশ, ঢাকার মুহতামিম মাও. সদরুদ্দীন মাকনুন।

অর্থ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তাকওয়া মাদরাসা ও এতিমখানা, ঢাকার মুহতামিম মাও. আবদুর রহীম কাসেমী।

শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জামিআ ইকরা বাংলাদেশ, ঢাকার মুহতামিম মাও. আরিফ উদ্দীন মারুফ।

প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আয়শা সিদ্দীকা মহিলা মাদরাসা সিলেটের মুহতামিম মাও. মুখলিছুর রহমান ।

প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রওজাতুল বানাত মহিলা মাদরাসা, গাজীপুরের মুহতামিম, মাও. আতিকুর রহমান।

তাহফীজ বিষয়ক সম্পাদক হয়েছেন আল কারীম ইন্টারন্যাশনাল মাদরাসা, ঢাকার মুহতামিম হাফেজ মাওলানা আবদুর রহমান ।

এছাড়া জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের সদস্য পদে রয়েছেন মিআ ইসলামিয়া নূরুল উলূম কুলিয়ারচরের মুহতামিম মাও. আবদুল কাইয়্যুম খান। জামিআতুস সাহাবা বাগেরহাট-এর মুহতামিম মাও. আবুবকর। জামিআ হানিফিয়া বাঘিবাড়ী, নরসিংদীর মুহতামিম, মাও. শওকত আলী কাসেমী। জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া, কিশোরগঞ্জ-এর মুহতামিম মাও. সাঈদ নিজামি। জামেয়া হাফসা রা মহিলা মাদরাসা, খুলনার মুহতামিম মাও. মোজাফ্ফর হুসাইন। জামেয়া তৈয়বা (পুরুষ মহিলা) খুলনার মুহতামিম, মাও. মফিজুউল্লাহ ফয়েজী । ইমদাদুল উলূম রশিদিয়া মহিলা মাদরাসা, খুলনার মুহতামিম,মুফতি গোলামুর রহমান। আয়শা সিদ্দীকা মহিলা মাদরাসা, ময়মনসিংহের মুহতামিম,মুফতি নুরুজ্জামান নূরী। আল জামিয়াতুল ইসলামিয়া সোহাগী, ময়মনসিংহের মুহতামিম মাও. নজরুল ইসলাম।

উল্লেখ্য, ‘জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ’ বাংলাদেশে অবস্থিত সরকার স্বীকৃত অন্যতম একটি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড। বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড সমূহের মধ্যে এটি সর্বাপেক্ষা নতুন।

জানা যায়, ২০১৬ সালের ৭ অক্টোবর আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে এই বোর্ডটি গঠিত হয় এবং ১৫ অক্টোবর এটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এই বোর্ডের অধীনে রয়েছে প্রায় ৮ শতাধিক মাদ্রাসা।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ