রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

রাত পোহালেই ক ইউনিট দিয়ে শুরু ঢাবি ভর্তি পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বহুল প্রতীক্ষিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অবশেষে শুরু হতে যাচ্ছে। ১লা অক্টোবর শুক্রবার ক ইউনিট দিয়ে শুরু হচ্ছে এই বিশাল কর্মযজ্ঞ।

ঢাকায় ও ঢাকার বাইরে অনুষ্ঠিত হতে যাওয়া এই পরীক্ষায়, সার্বিকভাবে প্রস্তুত বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ। এমন আয়োজন এই প্রথম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অথচ বাকি ৭ বিভাগের উচ্চশিক্ষা গ্রহণের প্রতিষ্ঠানগুলোও প্রস্তুতি নিচ্ছে। এসব প্রতিষ্ঠান শুক্রবার পরীক্ষাকেন্দ্র হিসেবে ভূমিকা পালন করবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদিকুল আরেফিন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে আমি শক্তিশালি দল গঠন করেছি। এবং একইসাথে বিভিন্ন কমিটি দিয়ে সকল রকমের কর্যক্রম সম্পূন্ন করেছি।

ক ইউনিটে ভর্তি পরীক্ষায় ঢাকায় অংশ নেবে ৫৮ হাজার ৩০৬ জন। ঢাকার বাইরে ৫৯ হাজার ৩১৭ জন। সব মিলিয়ে পরীক্ষার মোট কেন্দ্র ১৩৭ টি। ঢাকা বিভাগে ৮০টি এবং অন্যান্য বিভাগে ৫৭টি কেন্দ্র।

অধ্যাপক ড. মিহির লাল সাহা বলেন, ক ইউনিটে ভর্তি পরীক্ষার ব্যাপারে যা যা করা দরকার তাই করা হয়েছে। এর জন্য ট্রাকিং সিস্টেম করা হয়েছে। আশা করি সমস্যা হবেনা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ৫ই অক্টোবরের আগে খুলছে না বলে, আপাতত পরীক্ষার্থীদের অনানুষ্ঠানিকভাবে থাকার সুযোগ হচ্ছে না। একইভাবে সুযোগ নেই ঢাকার বাইরের কেন্দ্রগুলোর ক্ষেত্রেও।

বিকেন্দ্রীকরণ পদ্ধতির ভর্তি পরীক্ষাকে ইতিবাচক উল্লেখ করে, তা অব্যাহত রাখার পক্ষে সংশ্লিষ্টরা। একইভাবে শনিবার খ ইউনিট, ২২শে অক্টোবর গ ইউনিট এবং ২৩শে অক্টোবর ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ