প্রশ্ন:
আমি কাফিয়া জামাতের একজন ছাত্র। আমার অসুবিধা হল-
আমি নাহু এবং ছরফ-এর কাওয়ায়েদগুলো মুখস্থ করেছি এবং ভালোভাবে বুঝেছি। কিন্তু আমি এখনও সহীহ শুদ্ধভাবে ইবারত পড়তে পারি না। তাই ইবারত সহীহভাবে পড়ার জন্য আমাকে কী করতে হবে? নাকি আদব বিভাগে ভর্তি হতে হবে?
উত্তর:
একদম না। প্রতিদিন বিশ-পঁচিশ মিনিট করে ‘আননাহবুল ওয়াজিহ’ কিংবা ‘আততরীক ইলান নাহব’-এর সাহায্যে নাহবী তামরীন করবেন এবং ‘আততরীক ইলাছ ছরফ’ এর সাহায্যে ছরফী তামরীন করবেন। এই দু’বিষয়ের তামরীন ফলপ্রসূ হওয়ার জন্য যদি ‘আততরীক ইলাল আরাবিয়্যাহ’ এবং ‘আততামরীনুল কিতাবী আলাত তরীক ইলাল আরাবিয়্যাহ’ প্রয়োজন হয় তবে তা-ও সঙ্গে রাখবেন।
[caption id="" align="aligncenter" width="324"] বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।[/caption]
আপনার দরসের কোনো আরবী কিতাব থেকে প্রতিদিন তিন-চার লাইন খাতায় লিখবেন। এরপর চিন্তা-ভাবনা করে প্রয়োজনে ‘নাহবেমীর’ ও ‘ইলমুছ ছীগা’ এর সাহায্য নিয়ে এই বাক্যগুলোর‘নাহবী’ ও ‘ছরফী’ তাহকীক করবেন। ই’রাব লাগাবেন এবং বাংলায় তরজমা করবেন। এটাও তামরীনের একটি পদ্ধতি।
[caption id="" align="aligncenter" width="350"] বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।[/caption]
দশ পনের দিন এভাবে মেহনত করে দেখুন। ইনশাআল্লাহ কিছু কিছু সুফল পেতে শুরু করবেন।
সূত্র: আল কাউসার।
এনটি